Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএলের প্রথম দিনে রশিদ-নারিন ঝলক


১৯ আগস্ট ২০২০ ১৯:৩৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ ১৯:৪৫

মহামারী করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ হয়েছিল মার্চে। ভাইরাসটির কারণে এখনো আতঙ্কিত বিশ্ব, তবে ক্রিকেট মাঠে ফিরেছে কবেই। গত জুলাই থেকে ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বেশ কয়েকটি দেশ। কাউন্টি ক্রিকেটও ফিরেছে মাঠে। গতকাল থেকে শুরু হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। করোনাকালে প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ হিসেবে মাঠে গড়ালো সিপিএল।

করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে। এবারের মৌসুমের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ত্রিনবাগোতে। কাল টুর্নামেন্টের প্রথম দিনে দারুণ পারফর্ম করে নিজ নিজ দলকে জিতিয়েছেন রশিদ খান ও সুনিল নারিন।

বিজ্ঞাপন

ত্রিনবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটির দৈর্ঘ্য বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৪৪ রান তোলে গায়ানা। দলটির পক্ষে শিমরন হেটমায়ার ৪৪ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন। ত্রিনবাগোর পক্ষে ৪ ওভারে ১৯ রান খরচায় ২ উইকেট নেন নারিন।

পরে ত্রিনবাগোর হয়ে ওপেনিংয়ে নেমে মাত্র ২৮ বলে ৫০ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়েছেন নারিন। এছাড়া ড্যারেন ব্রাভো ৩০ এবং কলিন মুনরো ও লিন্ডল সিমন্স ১৭ করে রান করেন। ২ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পেয়েছে ত্রিনবাগো।

অপর ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৫৩ রান তোলে বারবাডোজ। ৮ রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জেসন হোল্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ করেন কাইল মেয়ার্স। রশিদ খান দশে নেমে ২০ বলে ২৬ রান করেন।

বিজ্ঞাপন

পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি সেন্ট কিটস। যাতে ৬ রানের জয় নিশ্চিত হয়েছে বারবাডোজের। সেন্ট কিটসের হয়ে সর্বোচ্চ ৪১ করেছেন জশুয়া ডি সিলভা। রশিদ খান চার ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। চার ওভারে ১৮ রান খরচায় দুই উইকেট নিয়েছেন দলের অপর স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারও।

রশিদ খান সিপিএল ২০১৯ সুনিল নারিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর