Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ সেপ্টেম্বর বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা


১৯ আগস্ট ২০২০ ১৭:৩৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ ২০:৫৬

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আলোচিত-সমালোচিত নির্বাচনের সময় নিশ্চিত হয়ে গেছে। নির্বাচন আয়োজনে সবুজ সংকেত দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। অপেক্ষা প্যানেল ঘোষণার। নির্বাচনের তফসিল ঘোষণার। নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

আগামী ৩ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আজ এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মেজবাহ উদ্দীন, কমিশনার মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেইন সাজু উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘এর আগে নির্বাচনের তারিখ ঘোষণার পরেও করোনার কারণে নির্বাচন পেছানো হয়েছে। এএফসি ও ফিফার সম্মতিক্রমে পেছানো হয়েছে। এখন সবকিছু চালু হয়ে যাচ্ছে। আজকে নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আজকে বৈঠকে বসেছি। আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী বৈঠক হবে। সেদিন আমরা তফসিল ঘোষণা করবো।’

নির্বাচনের অন্তত ১৫ দিন আগে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি, ‘আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনের ১৫ দিন আগে প্রার্থীদের চূড়ান্ত তালিকা যাতে বাফুফের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে তোলা যায় সেই ব্যবস্থা করা। যাতে সবাইকে অবহিত করা যায়। আর বাকী কিছু আনুষ্ঠানিকতা থাকে তাদের মধ্যে ভেন্যু, বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এগুলো করার চেষ্টা করছি।’

বিতর্কের মধ্যে শুরু হওয়া নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মধ্যে নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করার আশ্বাস নির্বাচন কমিশনের। মেজবাহ উদ্দীন বলেন, ‘আশা করছি নির্বাচন আগের থেকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

আগামী ৩ অক্টোবর নির্বাচন ও সাধারণ বার্ষিক সভা আয়োজনের সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

৩ সেপ্টেম্বর টপ নিউজ তফসিল নির্বাচন কমিশন বাফুফে নির্বাচন

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর