Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা থাকছেন, যারা ছাড়ছেন বার্সা!


১৯ আগস্ট ২০২০ ১৬:৩৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ ১৬:৩৫

বায়ার্ন মিউনিখের কাছে ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বার্সেলোনার ক্লাব ম্যানেজমেন্ট। সোমবার দীর্ঘ সভা শেষে বরখাস্ত করা হয় প্রধান কোচ কিকে সেতিয়েনকে, এর ২৪ ঘণ্টার মধ্যে বরখাস্ত করা হয় স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালকে। আর বুধবার রোনাল্ড কোম্যানকে নতুন কোচ হিসেবে ঘোষণা করল বার্সেলোনা। এছাড়াও বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ জানিয়ে দিয়েছেন কেবল সাতজন খেলোয়াড়কেই বিক্রির কথা ভাবছেন না তারা। এছাড়া স্কোয়াডের বাকিদের ভবিষ্যৎ নিয়ে কিছুই জানাননি বার্তেমেউ।

বিজ্ঞাপন

এর আগে জানা যায় চুক্তি নবায়নে রাজি হচ্ছিলেন না লিওনেল মেসি, আর তাই তো বার্সেলোনা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে অন্যান্য সময়ের চেয়ে গুঞ্জনটা এখন অনেক বেশি। কয়েক মাস ধরেই ক্লাবের বিভিন্ন ইস্যুতে হতাশা, বিরক্তি জানিয়ে আসছিলেন মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর নাকি মন বিষিয়ে উঠছে মেসির! এখনই বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছেন আর্জেন্টিনা তারকা। ওদিকে, মেসির জন্য ওত পেতে আছে ইংল্যান্ডের ক্লাবগুলো। তবে বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ বললেন, ক্লাব ছাড়ছেন না মেসি। কোচ হিসেবে রোনাল্ড কোম্যানের আগমনের কথাও জানিয়েছিলেন বার্সা সভাপতি।

বিজ্ঞাপন

বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো স্কোয়াড নেই- এমন কথা বলেছিলেন মেসি। নেইমার-সহ বেশ কয়েকজন ফুটবলারকে দলে ভেড়ানোর দাবি তুলেছিলেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তা পূরুণ করেনি। বিষয়গুলো নিয়ে আগে থেকেই হতাশ মেসি। একবার বাজে পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের দোষারোপ করা হলে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। করোনাভাইরাসের কারণে বেতন কর্তনের বিষয়টি যেভাবে সমাধা করেছিল বার্সেলোনা সেটার বিষয়েও সমালোচনা করেছিলেন মেসি। বেতন কর্তনের কারণে মেসিরা রাজিই ছিলেন। কিন্তু বার্সেলোনার পক্ষ থেকে বলা হয় বাধ্য হয়ে বেতনের একটা অংশ ছাড়তে রাজি হয়েছেন মেসি-সুয়ারেজ-পিকেরা। এতোকিছুর পর বায়ার্ন মিউনিখের পর অমন পরাজয়ে মেসির বার্সা অধ্যায়ের শেষ দেখছেন অনেকেই।

বার্তেমেউ বললেন তেমনটা হচ্ছে না। বার্সেলোনা সভাপতি বলেন, ‘মেসি বার্সায় তার ক্যারিয়ার শেষ করতে চায়, এ কথা সে অনেকবার বলেছে। তার সম্পর্কে কোম্যানের (বার্সেলোনার সম্ভাব্য কোচ) সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে বলেছেন, মেসি হবেন তার পরিকল্পনার স্তম্ভ। ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে মেসির চুক্তি আছে। আমি নিয়মিত তার এবং তার বাবার সঙ্গে কথা বলি। তারা জানে, আমাদের একটি শক্তিশালী প্রকল্প রয়েছে, নতুন কোচ আসছেন এবং তার ওপর মেসি ভরসা রাখবে।’

বার্সেলোনার সাবেক কোচ কিকে সেতিয়েনের চেয়ার আগে থেকেই নড়বড় করছিল। বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর তাকে ছাটাই করতে দেরি করেনি কাতালান ক্লাবটি। মরিসিও পচেত্তিনো ও বার্সেলোনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের নাম শোনা যাচ্ছিল নতুন কোচ হিসেবে। কিন্তু বার্তেমেউ জানালেন, ডাচ কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে বার্সেলোনা।

এদিকে বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বার্তেমেউ জানালেন লিওনেল মেসি বিক্রির জন্য নয়। এবং সেই সঙ্গে এই তালিকায় আরও নাম নেন মার্ক আন্দ্রে টার স্টেগান, নেলসন সেমেদো, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ক্লেমেন্ট লেংলে, ওসমান দেম্বেলে এবং অ্যান্তোনিও গ্রিজম্যান। এক প্রশ্নের জবাবে বার্তেমেউ বলেন, ‘কে বিক্রির জন্য নয়? লিওনেল মেসি! আমরা আরও যে নাম বলতে পারি তারা হলেন, মার্ক আন্দ্রে টার স্টেগান, নেলসন সেমেদো, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ক্লেমেন্ট লেংলে, ওসমান দেম্বেলে এবং অ্যান্তোনিও গ্রিজম্যান।’

এই তালিকায় আনসু ফাতিও আছেন বলে জানালেন বার্সা প্রেসিডেন্ট। আর তাই তো ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দলের তারকা খেলোয়াড়রা। বার্তেমেউর বিক্রির জন্য নয় তালিকা থেকে বাদ পড়েছেন জর্দি আলবা, জেরার্ড পিকে, সার্জিও বুস্কেটস, ইভান রাকিটিচ, আর্তুরো ভিদাল এবং লুইস সুয়ারেজের মতো মহাতারকারা। অর্থাৎ এবারের দলবদলের মৌসুমে মানানসই প্রস্তাব পেলেই ক্লাব তাদের বিক্রি করে দেবে। তবে তাদের ক্লাব থেকে বিক্রি করে দেওয়ার অন্তরায় হতে পারে এই তারকাদের বড় অঙ্কের বেতন। আবার তাদের চুক্তিও বাতিল করতে পারবে না ক্লাব কেননা তাহলে বাকি থাকা দুই বা তিন মৌসুমের বেতন দিয়েই চুক্তি বাতিল করতে হবে।

খেলোয়াড় বিক্রি জেরার্ড পিকে বার্সেলোনা লিওনেল মেসি লুইস সুয়ারেজ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর