দিনটি ছিল শুধুই মুশফিক-মমিনুলদের
১৮ আগস্ট ২০২০ ১৭:১৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ১৯:৫৯
মিরপুর শের-ই-বাংলায় আজ কোন বোলারের অনুশীলন ছিল না। তৃতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় দিনে অনুশীলন করেছেন শুধুই টাইগার ব্যাটসম্যানরা।
ঘড়ির কাঁটা তখন বিকেল তিনটে ছুঁইছুঁই। সাদমান ইসলাম অনিককে দেখা গেল বিসিবির জিমনেসিয়াম দিকে যাচ্ছেন। সেই যে ঢুকেছেন বের হয়েছেন প্রায় ৪০ মিনিট পর। ঘণ্টাখানেক আগে ইমরুল কায়েসকেও একই গন্তব্যের দিকে ছুটতে দেখা গেল। তার আগে অবশ্য তিনি শের-ই-বাংলার বাংলার মূল ভেন্যুতে সেড়েছেন রানিং।
বিসিবির সূচি অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) দিনের শুরুটা করেছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। সকাল দশটার সময় হোম অব ক্রিকেট মিরপুরে এসে সৌম্য সোজা চলে গেছেন শের-ই-বাংলার ইনডোরে। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী ব্যাটিং শেষে করেছেন রানিং।
সৌম্য যখন ব্যাটিং থেকে বেরিয়ে এলেন ঠিক তখন ব্যাটিংয়ের উদ্দেশ্যে ইনডোরে ঢুকলেন মুশফিকুর রহিম। তিনিও প্রায় ঘণ্টাব্যাপী নক করেছেন।
এরপর মমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও আফিফ হোসেন ধ্রুব সূচি অনুযায়ী স্ব স্ব অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন।