Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঙ্কা সিরিজের ক্যাম্প শুরু ২১ সেপ্টেম্বর


১৮ আগস্ট ২০২০ ১৫:০৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ১৬:৩০

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সফরকারী বাংলাদেশের প্রাথমিক দলের অনুশীলন। এর আগে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে টাইগারদের করোনা পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ২০ সেপ্টেম্বর টিম হোটেলে উঠবে টাইগার ম্যানেজমেন্ট। কোচিং স্টাফরা ফিরবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে।

বিজ্ঞাপন

করোনা পরীক্ষার জন্য অবশ্য স্বোয়াডে ডাক পাওয়াদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতে আসতে হবে না। সবার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের রাখা হবে আইসোলেশনে। শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে তিন দফায় হবে এই টেস্ট। শ্রীলঙ্কায় গিয়েও তাদের বেশ কয়েকবার করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সিরিজের উদ্দেশ্যে ডমিঙ্গো শিষ্যরা ঢাকা ছাড়বেন সেপ্টেম্বরে ২৩ কিংবা ২৪ তারিখে।

বিজ্ঞাপন

এদিকে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে বিসিবি তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিলেও লঙ্কান প্রিমিয়ার লিগের বিষয়টি মাথায় রেখে দেশটির বোর্ড তাতে সায় দেয়নি। ফলে শুধুই টেস্ট সিরিজ খেলতেই আসন্ন সফরে যাচ্ছে টিম বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একথা জানালেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

তিনি বললেন, ‘আমরা ১৮ সেপ্টেম্বর সবার বাসায় গিয়ে কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করব। তারপর আমরা ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তাভাবনা করছি। অনুশীলন করব আমরা ২১ তারিখ থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাব।’

সিরিজের প্রাথমিক দল ঘোষণা নিয়ে আকরাম জানালেন, ‘হয়ত ১০-১৫ তারিখের দিকে আমরা দল দিব। প্লেয়ারদের সংখ্যাটা আমরা বাড়াব। ২০-২২ জনের চিন্তাভাবনা করছি। কেননা কোভিড নিয়ে আমাদের মনে হচ্ছে যত সহজ সবাই ভেবেছে ততটা সহজ না। অনেকগুলো পরীক্ষা আছে, অনেকগুলো অপশন আমরা ভেবেছি। এর মধ্যে পরীক্ষা হতেই থাকবে। দীর্ঘ সফর। করোনা পরীক্ষা কিন্তু ঘনঘন হবে। ১৮ তারিখ করব, ২১ তারিখ করব, যাওয়ার আগে করব। আবার সেখানে গিয়ে করবে। যতটুকু জানি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও ঘনঘন টেস্ট করাবে।’

আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল লঙ্কা সফরের ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর