Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ার্ন ইউসিএল জিতলে লিভারপুলকে পাঁচ মিলিয়ন ইউরো দেবে বার্সা


১৭ আগস্ট ২০২০ ১৪:০৭

২০১৮ সালে ক্লাব রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে লিভারপুল থেকে ফিলিপ কুতিনহোকে দলে ভেড়ায় বার্সেলোনা। এর ঠিক এক বছরের মাথায় তাকে বায়ার্ন মিউনিখে ধারে খেলতে পাঠায় কাতালান ক্লাবটি। আর সেই কুতিনহোর দলের কাছেই ২০১৯/২০ মৌসুমে ৮-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যেতে হয়েছে বার্সেলোনাকে। তবে তার থেকেও চমকের বিষয়টি হতে পারে বায়ার্ন মিউনিখ এবারের ইউসিএল জিতলে।

বার্সেলোনাকে হারিয়ে এর মধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন। এবার সামনে আছে সেমিতে অলিম্পিক লিওঁ। আর সেমি বাধা পেরুতে পারলে ফাইনালে পিএসজি কিংবা লেইপঝিগের যেকোনো একদল। আর শেষ পর্যন্ত যদি ইউসিএল শিরোপা উঁচিয়ে ধরতে পারে বায়ার্ন তবে সবচেয়ে বেশি লাভবান হবে লিভারপুল। কেন? সে বিষয়টি খোলাসা করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা-সার।

বিজ্ঞাপন

কাদেনা-সার জানিয়েছে যে সময় বার্সেলোনা কুতিনহোকে লিভারপুল থেকে দলে ভেড়ায়, সে সময় অলরেডদের সঙ্গে চুক্তিতে একটি শর্ত দেওয়া ছিল। শর্তটি হচ্ছে কুতিনহো যদি চ্যাম্পিয়নস লিগ জয় করে তবে বার্সেলোনা বোনাস স্বরূপ লিভারপুলকে অতিরিক্ত পাঁচ মিলিয়ন ইউরো দিতে বাধ্য থাকবে।

অর্থাৎ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে বিদায় নেওয়ার পরেও ইউসিএল থেকে লাভবান হতে পারে লিভারপুল। অন্যদিকে বার্সেলোনার সামনে নতুন এক সমস্যা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার থেকে হেরে বিদায় নেওয়ার পরেই নানা অস্বস্তি ঘিরে ধরে ক্লাবটিকে।

ইংলিশ পত্রিকা ডেইলি মেইল কুতিনহোর চুক্তিপত্র চুলচেরা বিশ্লেষণ করে জানিয়েছে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলেই লিভারপুলের পকেটে পাঁচ মিলিয়ন ইউরো প্রদান করতে হবে বার্সেলোনাকে। সেই চুক্তিতে লেখা আছে কেবল কুতিনহো ইউসিএল জিতলেই এই অর্থ প্রদান করতে হবে। কিন্তু সেখানেই উল্লেখ নেই সেটা বার্সেলোনার হয়েই জিততে হবে নাকি অন্য কোনো ক্লাবে ধারে খেলতে গিয়ে জিতলেও এই অর্থ পাবে লিভারপুল!

বিজ্ঞাপন

আর বায়ার্ন মিউনিখের দুর্দান্ত ফর্ম দেখে লিভারপুল কর্তৃপক্ষ আশা করতেই পারেন অতিরিক্ত পাঁচ মিলিয়ন ইউরো পকেটে আসার কথা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ পাঁচ মিলিয়ন ইউরো ফিলিপ কুতিনহো বায়ার্ন মিউনিখ বার্সেলোনা লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর