ইউরোপার সেমিতে লড়াই সেভিয়া-ম্যানচেস্টার ইউনাইটেডের
১৬ আগস্ট ২০২০ ১৪:৩২ | আপডেট: ১৬ আগস্ট ২০২০ ১৫:৩১
উয়েফা ইউরোপা লিগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেভিয়া। রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবে দুই দল। আর নতুন নিয়মে এক লেগে অনুষ্ঠিত হচ্ছে নকআউট পর্বের ম্যাচগুলো। তাই তো সেমিফাইনালের এই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে জয়ী দলের। জার্মানির রেইন এনার্জি এস্তাদিওনে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল।
মহামারির কারণে স্থগিত হয় যাওয়ার আগে কেবল চারটি দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পেরেছিল। আর ঝুলে ছিল বাকিদের ইউরোপা লিগের ভাগ্য। বুধবার (৫ আগস্ট) শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলে ১২টি ক্লাব। যার মধ্যে আছে ইন্টার মিলান-গেতাফে এবং সেভিয়া-রোমার প্রথম লেগের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় এই দলগুলো এই রাউন্ডে এক লেগের ম্যাচ খেলে। এই পর্বের আটটি ম্যাচের মাঝে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয় দলগুলোর নিজেদের মাঠে আর বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয় জার্মানিতে। সেখান থেকে ইন্টার মিলান, বায়ার লেভারকুজেন, ম্যানচেস্টার ইউনাটেড, এফসি কোপেনহেগেন সেভিয়া, উলভারহ্যাম্পটন, এফসি বাসেল এবং শাখতার দোনেস্ক উঠে আসে কোয়ার্টারে।
উয়েফা ইউরোপা যেন নিজেদেরই করে রেখেছে সেভিয়া। দুর্দন্ত পারফরম্যান্স করে মোট পাঁচবার আর টানা তিনবার জয় করে ইউরোপার শিরোপা। এবার ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে সেমিফাইনালে সেভিয়ার সামনে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওলে গানার সোলশারের স্পর্শ বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে হুলেন লোপেতেগির সেভিয়া।
এর আগে এফসি কোপেনহেগেনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। আর অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালকে ফাউল করায় পেনাল্টি পায় রেড ডেভিলরা। আর স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ। আর সেই সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। এটি চলতি মৌসুমে সকল প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ২১তম পেনাল্টি। ইউরোপের সেরা পাঁচ লিগে রেড ডেভিলদের থেকে বেশি পেনাল্টি পায়নি আর কোনো দলই। অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ব্রুনো ফার্নান্দেজের ওই একমাত্র গোলে নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। আর সেই সঙ্গে নিশ্চিত হয় সেমিফাইনালও।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে উলভসকে নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল সেভিয়া। এর আগে ম্যাচ অনেকটা সেভিয়ার হাতেই তুলে দিয়েছিল উলভসের স্ট্রাইকার রাউল হিমিনেজ। ম্যাচের প্রথমেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করা উলভসের সামনে। তবে ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টি মিস করে ম্যাচ হাতছাড়া করেন হিমিনেজ। আর ম্যাচের একদম শেষ মুহুর্তে এসে ৮৮ মিনিটে এভার বানেগার অ্যাসিস্ট থেকে লুকাস ওকাম্পাসের গোলে জয় নিশ্চিত করে পাঁচ বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া।
পুনরায় ফুটবল শুরুর পর দুর্দান্ত ফর্মে ম্যানচেস্টার ইউনাইটেড। ওদিকে লা লিগায় দুর্দান্ত মৌসুম পার করে চ্যাম্পিয়নস লিগের জায়গাও নিশ্চিত করেছে সেভিয়া। আর তাই তো এই লড়াই জমবে বেশ বলেই ধারণা করছে ফুটবল বিশ্লেষকরা।
দুই দল শেষবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলয় মুখোমুখি হয়েছিল আর সেবার শেষ হাসি হেসেছিল সেভিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল সেভিয়া। সেটি অবশ্য ছিল ২০১৮ সালে। এবার বদলে যাওয়া রেড ডেভিলদের বিপক্ষে লড়াই সেভিয়ার। তবে ইউরোপা লিগে নিজেদের অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে ফাইনালের টিকিট কাঁটার লড়াইয়ে নামবে সেভিয়া। ওদিকে মৌসুমের একমাত্র শিরোপা জয়ের সম্ভবনা জিয়িয়ে রাখতে খেলবে রাশফোর্ড-ব্রুনো ফার্নান্দেজরা।
দুই দলের সম্ভাব্য একাদশ:
ম্যানচেস্টার ইউনাইটেড: সার্জিও রোমেরো, ব্র্যান্ডন উইলিয়ামস, হ্যারি মাগুয়ের, এরিক বেইলি, অ্যারন ওয়ান বিসাকা, পল পগবা, নেমাঞ্জা মাতিচ, মেসন গ্রিনউড, ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস রাশফোর্ড এবং অ্যান্থনি মার্শিয়াল।
সেভিয়া: ইয়াসিন বনু, জেসুস নাভাস, জুলেস কোন্দে, ডিয়েগো কার্লোস, সার্জিও রেগুলন, এভার বানেগা, ফার্নান্দো, জোয়ান জর্ডান, সুসো, ইউসেফ এন নেসির এবং লুকা ওকম্পাস।
উয়েফা ইউরোপা লিগ ওলে গানার সোলশায়ার ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড সেমিফাইনাল হুলেন লোপেতেগুই