Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা ধোনির


১৫ আগস্ট ২০২০ ২১:১২ | আপডেট: ১৬ আগস্ট ২০২০ ০৯:৫৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো কিংবদন্তি অধিনায়ক।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ইনস্টাগ্রামে ধোনি লিখেছেন, ‘পুরো ক্যারিয়ারজুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আজ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিন।’

বিজ্ঞাপন

বিদায়ী বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ধোনি। যেখানে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ভারতকে একটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতিয়েছেন ধোনি। টেস্টে ভারতকে র্যা্কিংয়ের শীর্ষে তুলেছেন।

ভারতের হয়ে গত ইংল্যান্ড বিশ্বকাপে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ধোনি। তারপর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। সমালোচকরা ছেকে ধরেছিলেন। অবশেষে অবসরের ঘোষণা দিয়ে দিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট ও আসন্ন আইপিএল খেলবেন কিনা সেটা পরিস্কার করেননি ধোনি।

ভারতীয় ক্রিকেট মহেন্দ্র সিং ধোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর