Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকদের সঙ্গী হচ্ছেন তামিম-মোস্তাফিজ


১৫ আগস্ট ২০২০ ১৭:৫৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২০ ১৮:১৪

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিসিবির আয়োজনে ঢাকাস্থ ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিচ্ছেন তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। ১৬-২০ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় তৃতীয় ধাপের এই অনুশীলনে মুশফিক-মুমিনুলদের সঙ্গে ব্যাটিং, বোলিং, রানিং ও জিম সেশনে এই দুই টাইগারকে দেখা যাবে। তারা যোগ দেওয়ায় ঢাকাস্থ ব্যক্তিগত অনুশীলনে আগ্রহী ক্রিকেটারদের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৮তে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ আগস্ট) হোয়াটসঅ্যপে পাঠানো সূচীতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

সূচি অনুযায়ী তামিম ইকবাল সকাল ১০টা ১০-১০টা ৫৫ মিনিট পর্যন্ত রানিং ও জিম সেশন করবেন। এরপর সকাল ১১টা-১১টা ৪৫ পর্যন্ত শের-ই-বাংলার ইনডোরে করবেন ব্যাটিং। আর মোস্তাফিজুর রহমান সকাল ১০টা ২০- ১০টা ৫০ পর্যন্ত জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বোলিং শেষে একই ভেন্যুতে ১১টা-১১টা ৩০ পর্যন্ত করবেন রানিং।

এছাড়াও তৃতীয় ধাপের অনুশীলনের প্রথম দিনে ঘাম ঝড়াবেন; সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা।

আর নারী ক্রিকেটারদের মধ্যে আছেন; শামীমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, লতা মন্ডল ও নাহিদা আক্তার।

এদিকে ঢাকার বাইরের অপর চার ভেন্যু; চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ও শেখ কামরুজ্জামান স্টডিয়ামে দ্বিতীয়ধাপে অংশগ্রহনকারীরা অনুশীলনে ঘাম ঝড়াবেন।

ক্রিকেটারদের অনুশীলন টপ নিউজ তামিম ইকবাল মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর