মুশফিকদের সঙ্গী হচ্ছেন তামিম-মোস্তাফিজ
১৫ আগস্ট ২০২০ ১৭:৫৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২০ ১৮:১৪
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিসিবির আয়োজনে ঢাকাস্থ ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিচ্ছেন তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। ১৬-২০ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় তৃতীয় ধাপের এই অনুশীলনে মুশফিক-মুমিনুলদের সঙ্গে ব্যাটিং, বোলিং, রানিং ও জিম সেশনে এই দুই টাইগারকে দেখা যাবে। তারা যোগ দেওয়ায় ঢাকাস্থ ব্যক্তিগত অনুশীলনে আগ্রহী ক্রিকেটারদের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৮তে।
শনিবার (১৬ আগস্ট) হোয়াটসঅ্যপে পাঠানো সূচীতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
সূচি অনুযায়ী তামিম ইকবাল সকাল ১০টা ১০-১০টা ৫৫ মিনিট পর্যন্ত রানিং ও জিম সেশন করবেন। এরপর সকাল ১১টা-১১টা ৪৫ পর্যন্ত শের-ই-বাংলার ইনডোরে করবেন ব্যাটিং। আর মোস্তাফিজুর রহমান সকাল ১০টা ২০- ১০টা ৫০ পর্যন্ত জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বোলিং শেষে একই ভেন্যুতে ১১টা-১১টা ৩০ পর্যন্ত করবেন রানিং।
এছাড়াও তৃতীয় ধাপের অনুশীলনের প্রথম দিনে ঘাম ঝড়াবেন; সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা।
আর নারী ক্রিকেটারদের মধ্যে আছেন; শামীমা সুলতানা, শারমিন সুপ্তা, জাহানারা আলম, লতা মন্ডল ও নাহিদা আক্তার।
এদিকে ঢাকার বাইরের অপর চার ভেন্যু; চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম ও শেখ কামরুজ্জামান স্টডিয়ামে দ্বিতীয়ধাপে অংশগ্রহনকারীরা অনুশীলনে ঘাম ঝড়াবেন।