Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমির টিকিটের লড়াইয়ে লিওর বিপক্ষে ম্যানসিটি


১৫ আগস্ট ২০২০ ১৬:০৬

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের খেলা জমে উঠেছে। নতুন নিয়মে এক নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে এক লেগের। আর তাই তো প্রত্যেকটিই দলই নিজেদের সেরার থেকেও বেশি কিছু দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের চতুর্থ ও শেষ ম্যাচে শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত একটায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে অলিম্পিক লিওর।

এর আগে ৩২টি দল থেকে কমতে কমতে শেষ পর্যন্ত দাড়ায় আটে। এর মধ্যে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো জায়ান্ট ক্লাবগুলোও বাদ পড়ে। মার্চ মাসে করোনার থাবায় স্থগিত হয়ে যায় ইউরোপের ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টটি। অবশেষে চ্যাম্পিয়নস লিগও মাঠে গড়িয়েছে ৭ আগস্ট। তবে করোনার কথা মাথায় রেখে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় পর্তুগালের লিসবনে। যেখানে এক শহরের দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের চারটি, সেমিফাইনালের দুটি এবং ফাইনাল মিলিয়ে মোট সাতটি ম্যাচ। আর টুর্নামেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করবে ক্লাবগুলো।

বিজ্ঞাপন

গেল মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুলকে তাদের ঘরের মাঠেই বিদায় করে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ আর দুই লেগেই ২-১ গোলের ব্যবধানে ম্যানচেস্টার সিটির কাছে হারে বাদ পড়ে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত পারফর্ম করে শেষ আটে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই, আটালান্টা, আরবি লেইপঝিগ; অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি এবং অলিম্পিক লিও।

প্রথম কোয়ার্টারে পিএসজি ২-১ গোলে আটালান্টাকে, দ্বিতীয় কোয়ার্টারে লেইপঝিগ ২-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে, তৃতীয় কোয়ার্টারে বায়ার্ন মিউনিখ ৮-২ গোলে বার্সাকে উড়িয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। আর আজ রাতে চতুর্থ এবং শেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি এবং অলিম্পিক লিও।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সেরা দল রিয়াল মাদ্রিদ যাদের শিরোপা সংখ্যা ১৩টি। আর শেষ ছয় বছরেই যারা চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে যারা। তাদেরই শেষ ষোলোর দুই লেগেই ২-১ গোলের একই ফলাফলে বিদায় করে দেয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর দুর্দান্ত ফর্মে থাকা সিটিরই তাই তো লিওর বিপক্ষে ম্যাচ জয়ের সম্ভবনা প্রবল। ইনডেক্স বলছে ৮১ দশমিক ৯৯ শতাংশ জয়ের সম্ভবনা সিটিজেনদের আর কোনো অঘটন ঘটার সম্ভবনা অর্থাৎ অলিম্পিক লিওর জয়ের সম্ভবনা ১৯ দশমিক ০১ শতাংশ।

সিটিজেনদের হয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। আর চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৬ গোল আর তিন অ্যাসিস্ট নিয়ে সিটির সেরা খেলোয়াড় এই ব্রাজিলিয়ানই। অন্যদিকে ইনজুরিতে পড়া সার্জিও আগুয়েরোর আর এই মৌসুমে খেলা হচ্ছে না বলেই জানা গেছে। তাই তো দলের ভার পড়েছে জেসুসের কাঁধেই। তবে জুভেন্টাসকে বিদায় করে দেওয়া দলটিও অঘটন ঘটাতে কিছুটা পিছপা হবে না অলিম্পিক লিও।

দুই দলের সম্ভাব্য একাদশ:

ম্যানচেস্টার সিটি: এডারসন মোরেয়াস, কাইল ওয়াকার, ফার্নান্দিনহো, অ্যামেরিক লাপোর্তে, জাও ক্যান্সেলো, কেভিন ডি ব্রুইন, রদ্রি, ডেভিড সিলভা, ফিল ফোডেন, গ্যাব্রিয়েল জেসুস এবং রহিম স্টার্লিং।

অলিম্পিক লিও: অ্যান্থনি লোপেস, ফার্নান্দো মার্কাল, মার্সেলো, জেসন দেনায়ের, ম্যাক্সওয়েল কর্নেট, হোসেন অরার, ব্রুনো গুমেইরেস, ম্যাক্সেঞ্চ কায়েরতো; লেও দুবোইস, মোসা দেম্বেলে এবং মেম্ফিস ডিপে।

দুই দল শেষবার ২০১৮ সালে একই গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। সেবার দুই ম্যাচের মধ্যে একটি ড্র হয়েছিল আর অপরটিতে ম্যান সিটিকে হারিয়ে দিয়েছিল অলিম্পিক লিও।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ কোয়ার্টার ফাইনাল পেপগার্দিওলা ম্যানচেস্টার সিটি বনাম অ্যাস্টন ভিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর