বার্সেলোনার কলঙ্কের রাত
১৫ আগস্ট ২০২০ ১৪:২৪
কাল রাতের (শুক্রবার, ১৪ আগস্ট) পর সম্ভবত অনেকেই বার্সেলোনাকে বর্তমান সময়ের শীর্ষ ক্লাবগুলোর একটি মানতে চাইবেন না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ‘ফেভারিট’ ধরেই ম্যাচটা দেখতে বসেছিলেন বার্সেলোনার সমর্থকরা। কিন্তু তাই বলে গুণে গুণে যে আট গোলের মালা গলায় ঝুলাতে হবে সেটা ঘুণাক্ষরেও কী কেউ ভেবেছিল? বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ম্যাচের বর্ণনায় স্পেনের ক্রীড়াভিত্তিক জনপ্রিয় পত্রিকা মার্কার প্রচ্ছদে এক শব্দের শিরোনামে লেখা হয়েছে ‘ভেরগুয়েনজা’। স্প্যানিশ এই শব্দের অর্থ ‘লজ্জা’।
করোনাভাইরাসকালে চ্যাম্পিয়ন্স লিগের আসর বসেছে পর্তুগালের লিসবানে। এক লেগের কোয়ার্টার ফাইনালে কাল বায়ার্নের কাছে ৮-২ গোলে হেরেছে বার্সেলোনা। বার্সেলোনার মতো ক্লাবের জালে ৮ গোল লজ্জা ছাড়া আর কী!
বার্সেলোনা যে আর শীর্ষ পর্যায়ের ক্লাব নয় এবারের মৌসুমে সেটা বুঝা গেছে বেশ কয়েকবারই। করোনাকালে লা লিগার ম্যাচে যেভাবে পয়েন্ট হারাচ্ছিল কাতালান ক্লাবটি তাতে স্বয়ং লিওনেল মেসিই বলেছিলেন, এভাবে খেললে কিছুই জেতা সম্ভব নয়। হলোও সেটাই, ২০১৪ সালের পর শিরোপা ছাড়া মৌসুম শেষ হলো বার্সেলোনার।
মৌসুমে বার্সেলোনা কখনো মেসির কাঁধে চড়ে এগুচ্ছিল, কখনো ভাগ্যের সহায়তায়। বায়ার্নের ম্যাচেও হয়তে এই দুটির দিকেই তাকিয়ে ছিলেন অনেকে! একটিও কাজে আসেনি। মেসি প্রথমদিকে ভালোই খেলছিলেন। কিন্তু বার্সা কয়েকটা গোল খেয়ে বসলে খুঁজেই পাওয়া গেল না আর্জেন্টিনা অধিনায়ককে। মার্কার সাংবাদিক হুগো কেরেহো তার কলামে সরাসরি মেসির সমালোচনা করেছেন। লিখেছেন, ‘বায়ার্নের মতো দলের বিপক্ষে মেসির ওপর নির্ভরশীল হওয়া ঠিক হয়নি বার্সেলোনার। মেসির ফর্ম আগের মৌসুমগুলোর মতো ভালো ছিল না।’
অনেকদিন ধরে নেইমারকে ফিরিয়ে আনার জন্য বার্সা কর্মকর্তাদের চাপ দিচ্ছেন মেসি। এএসের হাভিয়ের মিগুয়েল টেনেছেন নেইমার প্রসঙ্গ, ‘মেসির জন্য ভালোই হলো, এখন বন্ধু নেইমারের খেলা সে দেখতে পারবে! মেসির সিংহাসন নড়তে শুরু করেছে।’ এই ম্যাচের পর মেসির বার্সেলোনা ছাড়ার ফিসফাসও হয়তো আরও জোড়ালো হবে। কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি ঝুলিয়ে রেখেছেন অনেকদিন হলো। বার্সা ছাড়ার গুঞ্জন উড়ছে গণমাধ্যমে। সম্প্রতি মেসি নিজেও বার্সেলোনার সার্বিক বিষয়ে নিজের অসন্তুষ্টির কথা বলেছেন অনেকবার। কাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসার কথা ছিল অধিনায়ক মেসির, কিন্তু আসেননি। নিশ্চয় হতাশায় ভুগছেন। হতাশ মেসি এসব চাপ কিভাবে সামাল দেন সেটাই দেখার বিষয়।
অবশ্য মেসি একা নয়, কাল ব্যর্থ হয়েছে পুরো বার্সেলোনা। রক্ষণ, মিডফিল্ড বা আক্রমণভাগ, এবারের মৌসুমে কাতালান ক্লাবটির সব পজিশন প্রশ্নবিদ্ধ হয়েছে। বায়ার্নের বিপক্ষে কাল তার কঙ্কালটা বেরিয়ে এসেছে। বায়ার্নের গতি আর কৌশলের কোন জবাবই যেন জানা ছিল না বার্সেলোনার। রক্ষণভাগ ম্যাচজুড়ে ভুগেছে, মাঝমাঠ থেকে কোন আক্রমণের সূচনা হয়নি। মেসির নিস্প্রভতায় আক্রমণভাগও ছিল ভোতা। ফলাফল দুই অর্ধ মিলিয়ে আট গোল।
গত কয়েক দশকে এমন লজ্জার মুখে পড়তে হয়নি কাতালান ক্লাবটিকে। বার্সেলোনা সর্বশেষ আট গোল খেয়েছিল ৭৪ বছর আগে, ১৯৪৬ সালে। চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগার ম্যাচে নয়, কোপা দেল রেতে সেবার সেভিয়ার বিপক্ষে আট গোল খেয়েছিল স্প্যানিশ ক্লাবটি।
অনেকে বলছেন গতকালের হারটা বার্সেলোনার একটা যুগের অবসান। বার্সার পক্ষে সবচেয়ে উচ্চকণ্ঠ যার সেই জেরার্ড পিকে ম্যাচ শেষে বললেন, বার্সেলোনায় পরিবর্তন আবশ্যক, ‘এটা লজ্জার, অপমানের আর হতাশার একটি ম্যাচ, আমাদের জন্য জঘন্যতম ম্যাচ। এমনটা প্রথমবার বা দ্বিতীয়বার আমাদের সঙ্গে হয়নি…..। এটা খুব খুব কঠিন সময়। ক্লাবের পরিবর্তন আবশ্যক।’
পিকে আরও বলেন, ‘আমি কোচ বা কোনো খেলোয়াড়ের কথা বলছি না। আমি কারো দিকে আঙুল তুলতে চাই না। ক্লাবের কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন। এখানে কেউই অপরিহার্য নয়। প্রয়োজন হলে আমিও নতুনদের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। নতুন কেউ যে ক্লাবের জন্য লড়বে, নতুনত্ব আনবে তাদের জন্য আমি ক্লাব ছাড়তে প্রস্তুত আছি। আমার মনে হয় আমরা তলানিতে পৌঁছৈছি। ক্লাবের জন্য কি সঠিক হবে তা আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টপ নিউজ বায়ার্ন মিউনিখ বার্সেলোনা লিওনেল মেসি