Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লড়াকু রিজওয়ানে এগুচ্ছে পাকিস্তান


১৫ আগস্ট ২০২০ ০৮:৪৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২০ ১৬:০২

স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত এক আউট সুইংগারে বাবর আজম যখন ফিরে গেলেন পাকিস্তানের স্কোর তখন ১৫৮/৬। স্বীকৃত ব্যাটসম্যান বলতে এক মোহাম্মদ রিজওয়ানই অপরাজিত ছিলেন। বৃষ্টিবিঘ্নিত দিনে ব্রড-আন্ডারসনের সুইং সামলে পাকিস্তানকে অনেকটা এগিয়ে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৯ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ৬০ রান করে অপরাজিত রিজওয়ান। তার সঙ্গে ১ রানে ক্রিজে ছিলেন নাসিম শাহ।

বিজ্ঞাপন

সাউদাম্পটন টেস্টে আবহাওয়া প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেশ ভুগিয়েছে। দিনের অর্ধেকটা গেছে বৃষ্টির পেটে। বৃষ্টি অবশ্য ইংল্যান্ডের জন্য আর্শিবাদই হয়েছে। ভেজা উইকেটে দারুণ সুইং পেয়েছেন ইংলিশ পেসাররা। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের বল সাপের ফনার মতো ছোবল দিচ্ছিল। এসব সামলে সকালটা দারুণ ভাবেই কাটিয়েছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

১২৬/৫ স্কোর নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। বাবর আজম অপরাজিত ছিলেন ২৫ রানে, রিজওয়ান ৪ রানে। রানের চিন্তা বাদ দিয়ে মাটি কামড়ে পড়ে ছিলেন দুজন। ষষ্ঠ উইকেটে ১২০ বল খেলে দুজন তুলেছেন মাত্র ৩৮ রান। রিজওয়ান একেবারেই গুটিয়ে রেখেছিলেন নিজেকে। তবে বাবর ১২৭ বলে ৩ চারে ৪৭ রান করে ফিরলে খোলস থেকে বেরিয়ে এসেছেন।

লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ওপর চাপ কমাতে ওভারে বেশি বল খেলার চেষ্টা করেছেন, দ্রুত রানও তুলেছেন। ১১৬ বল খেলে ৫টি চারের সাহায্যে ৬০ রানে অপরাজিত রিজওয়ান। বাবর আউট হওয়ার পর পাকিস্তানের পরের তিন ব্যাটসম্যান ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদির কেউই খুব একটা সঙ্গ দিতে পারেননি রিজওয়ানকে। এই তিনজনের মধ্যে সর্বোচ্চ ২০ বল খেলেছেন আব্বাস।

জেমস আন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড তিনটি করে উইকেট পেয়েছেন। এক উইকেট করে পেয়েছেন স্যাম কারন ও ক্রিস ওকস।

ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ পাকিস্তান ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর