Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাই স্থগিত, নতুন পরিকল্পনা বাংলাদেশের


১৪ আগস্ট ২০২০ ২০:৩৫

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপের দক্ষিণ এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব স্থগিত করে দিয়েছে ফিফা ও এএফসি। তারই ধারাবাহিকতায় জাতীয় দলের ক্যাম্পও স্থগিত হয়ে গেছে। নতুন শিডিউল না দেয়া পর্যন্ত বসে থাকবে না বাংলাদেশ। নতুন পরিকল্পনায় নিজেদের প্রস্তুত রাখতে চান ফুটবলারসহ কোচরা।

করোনা ভাইরাসকে বিবেচনায় এনে প্রথমে নতুন শিডিউল দেয় ফিফা ও এএফসি। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে বাকী চার ম্যাচগুলো হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে করোনার পরিস্থিতি বিবেচনায় এনে এই ফিক্সচার স্থগিত হয়েছে। ২০২০ সালেই হচ্ছে না বাছাইপর্বের ম্যাচ। অপেক্ষা করতে হবে ২০২১ সালে। ২০২১ সালের কবে হবে তাও এখনও নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

তবে বসে থাকতে চায় না বাংলাদেশ। জাতীয় দলের কোচ জেমি ডেসহ ফুটবলাররা সবসময় প্রস্তুত থাকবে এই ম্যাচগুলোকে সামনে রেখে।

জেমির কথায়, ‘খেলাগুলো বাতিল করা হয়েছে। স্বভাবতই এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছি। তবে আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। খেলোয়াড়দের স্বাস্থ্য এবং সুরক্ষা সবার আগে আসে।’

স্থগিত হলেও নতুন পরিকল্পনায় এগিয়ে যেতে চান এই ইংলিশ কোচ, ‘এখন আমাদের নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। আসন্ন ২০২১ সালে আমাদের কিছু ভাল খেলা থাকবে, ঐ খেলাগুলোতে জয় পেতে পারি এই লক্ষ্য নিয়ে প্রস্তুত হতে হবে।’

নতুন পরিকল্পনা মতো এগিয়ে যাওয়ার আহ্বান জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মনের, ‘স্থগিত হওয়ায় আমরা ক্যাম্প ছেড়েছি। আবার যখন এএফসি শিডিউল দিবে আমরা প্রস্তুত থাকবো।’

দীর্ঘ বিরতির পর মাঠে ফুটবল ফিরলেও ফিফা ও এএফসির এমন সিদ্ধান্তে মন:কষ্ট হলেও বাস্তবতাকে মেনে এগিয়ে যাওয়ার আহ্বান জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার, ‘দীর্ঘ বিরতির পর আমরা ফুটবলে ফিরেছিলাম। এ বছর না হওয়ায় আমরা ক্যাম্প ছেড়েছি। যখন নতুন শিডিউল হবে নতুন পরিকল্পনা নিয়েই স্বাস্থবিধি মেনেই আমরা আবার ক্যাম্প শুরু করবো। প্রস্তুত হবো ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

আশরাফুল রানা করোনা জেমি ডে তপু বর্মন বিশ্বকাপ বাছাই স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর