Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় ও এইচপি দলের ক্যাম্প


১২ আগস্ট ২০২০ ২০:২৩ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ২৩:১৬

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি দল)। হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় জানালেন, সিরিজকে সামনে রেখে দেশে এবং শ্রীলঙ্কায় গিয়ে ক্যাম্প করবে জাতীয় জাতীয় ও এইচপি দল।

বুধবার (১২ আগস্ট) বৈঠক করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি ও হাই পারফরম্যান্স ইউনিট। বৈঠকে শ্রীলঙ্কা সিরিজের খুটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে নাঈমুর রহমান বলেন, ‘এইচপির যে ক্যাম্পটা আমাদের করার কথা ছিল, সেটা জাতীয় দলের সাহায্যের জন্য একসঙ্গে শ্রীলঙ্কাতে করার পরিকল্পনা করেছি। জাতীয় দল এবং এইচপির কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে দেশেই। তবে মূল ক্যাম্পটা হবে শ্রীলঙ্কাতে। জাতীয় দল যখন সিরিজ শুরু করবে এইচপি দলও তখন নিজেদের সিরিজ খেলবে।’

বিজ্ঞাপন

সফরে প্রস্তুতি ম্যাচের জন্য শ্রীলঙ্কার কোন দলকে পাবে না বাংলাদেশ। মূলত সেই কারণেই এইচপি দলকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় যাবে জাতীয় দল। নাঈমুর রহমান বলেন, ‘হাই পারফরম্যান্স দলের শ্রীলঙ্কায় একটা সফর ছিলই। এখন একটু আগে গেলে আমাদের জাতীয় দলের জন্য ভালো হয়। সঙ্গে এইচপির ক্যাম্পটাও করা হলো। আমাদের দেশের করোনা পরিস্থিতি ভালো নয়। সেখানে ক্যাম্প করলেই সুবিধা হবে।’

চোট বা অন্যান্য কারণে সিরিজ চলাকালে স্কোয়াডে নতুন ক্রিকেটার যুক্ত করা স্বাভাবিক ঘটনা। কিন্তু করোনাকালে এই কাজটি মোটেও সহজ হবে না। ফলে স্বাভাবিকের চেয়ে বেশি ক্রিকেটার নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার চিন্তা বাংলাদেশের। জাতীয় দল ও এইচপি দল মিলিয়ে এক সঙ্গে বিমানে উঠতে পারে প্রায় ৪০ জন ক্রিকেটার। সঙ্গে কোচ, স্টাফ, কর্মকর্তারা যুক্ত হয়ে সংখ্যাটা আরও বড় হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, সফরের প্রথম তিন সপ্তাহের খরচ বহন করতে হবে বিসিবিকে। তার পরের খরচ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের।

নাঈমুর রহমান দুর্জয় বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর