Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে ইউরোপার কোয়ার্টার ফাইনাল


১২ আগস্ট ২০২০ ১৫:০৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২০ ২১:২৬

২০১৯/২০ মৌসুমের ইউরোপা লিগের দ্বিতীয় দিনের কোয়ার্টার ফাইনালে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করেছে সেভিয়া আর ৪-১ গোলে এফসি বাসেলকে উড়িয়ে সেমিফাইনালে শাখতার দোনেস্ক। এর আগে প্রথম দিনের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইন্টার মিলান জিতে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

মহামারির কারণে স্থগিত হয় যাওয়ার আগে কেবল চারটি দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পেরেছিল। আর ঝুলে ছিল বাকিদের ইউরোপা লিগের ভাগ্য। বুধবার (৫ আগস্ট) শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলে ১২টি ক্লাব। যার মধ্যে আছে ইন্টার মিলান-গেতাফে এবং সেভিয়া-রোমার প্রথম লেগের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় এই দলগুলো এই রাউন্ডে এক লেগের ম্যাচ খেলে। এই পর্বের আটটি ম্যাচের মাঝে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয় দলগুলোর হোম গ্রাউন্ডে আর বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয় জার্মানিতে। সেখান থেকে ইন্টার মিলান, বায়ার লেভারকুজেন, ম্যানচেস্টার ইউনাটেড, এফসি কোপেনহেগেন সেভিয়া, উলভারহ্যাম্পটন, এফসি বাসেল এবং শাখতার দোনেস্ক উঠে আসে কোয়ার্টারে।

বিজ্ঞাপন

উয়েফা ইউরোপা যেন নিজেদেরই করে রেখেছে সেভিয়া। দুর্দন্ত পারফরম্যান্স করে পাঁচবার আর টানা তিনবার জয় করে ইউরোপার শিরোপা। আর ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে সেমিফাইনালে সেভিয়ার সামনে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ১৭ আগস্ট ওলে গানার সোলশারের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে হুলেন লোপেতেগির সেভিয়া।

এর আগে এফসি কোপেনহেগেনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। আর অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজকে ফাউল করায় পেনাল্টি পায় রেড ডেভিলরা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো। আর সেই সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে। এটি চলতি মৌসুমে সকল প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ২১তম পেনাল্টি। ইউরোপের সেরা পাঁচ লিগে রেড ডেভিলদের থেকে বেশি পেনাল্টি পায়নি আর কোনো দলই। অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ব্রুনো ফার্নান্দেজের ওই একমাত্র গোলে নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। আর সেই সঙ্গে নিশ্চিত হয় সেমিফাইনালও।

বিজ্ঞাপন

ইউরোপা লিগ সেমিফাইনাল:

সেভিয়া – ম্যানচেস্টার ইউনাইটেড

১৭ আগস্ট, রাত ১টা

ইন্টার মিলান – শাখতার দোনেস্ক

১৮ আগস্ট, ১টা

অন্য কোয়ার্টার ফাইনালে শাখতার দোনেস্ক যেন এফসি বাসেলকে পাত্তায় দেয় না। নিজেদের শেষ ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডকে শাখতার নিয়ে গেছে ১৩’তে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় শাখতার ৪-১ গোলে বাসেলকে উড়িয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে। শাখতারের হয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন জুনিয়র মোরেস, এরপর ২২ মিনিটে লিড দ্বিগুণ করেন তাইসন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে অ্যালান প্যাট্রিকের পেনাল্টি থেকে করেন তৃতীয় গোল। আর বাসেলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দোদো। ম্যাচের ৮৮ মিনিটে। ম্যাচের অন্তিম মুহুর্তে ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের ২য় মিনিটে বাসেলের হয়ে সম্মানসূচক একটি গোল পরিশোধ করেন রিকি ভ্যান।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে সেমি নিশ্চিত করে শাখতার। আগামী ১৮ আগস্ট দ্বিতীয় সেমি ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের টিকিটের জন্য লড়বে শাখতার দোনেস্ক।

তার আগে বায়ার লেভারকুজেনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান। এদিন রেকর্ড টানা ৯ম ইউরোপা লিগের ম্যাচে গোল করে দলকে জয় এনে দেন রোমেলো লুকাকু।

আর দুই সেমিফাইনাল থেকে জয়ী দল ফাইনালে শিরোপার জন্য লড়বে আগামী ২২ আগস্ট।

ইন্টার মিলান বনাম শাখতার দোনেস্ক উয়েফা ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর