নাটকীয় জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড
৯ আগস্ট ২০২০ ০১:২২ | আপডেট: ৯ আগস্ট ২০২০ ০১:৩৬
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। পদে পদে ম্যাচের মোড় পরিবর্তনে শেষ পর্যন্ত স্বাগতিকদের জয়েই শেষ হয়েছে প্রথম টেস্ট। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২৭৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে জশ বাটলার এবং ক্রিস ওকসের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত জয় তুলে নেয় ইংলিশরা।
আনপ্রেডিক্টেবল পাকিস্তান দল নিজেদের নামের প্রতি সুবিচার করেছে। ম্যাচের প্রথম ইনিংসটা যেভাবে নিজেদের করে নিয়েছিল ঠিক সেভাবেই দ্বিতীয় ইনিংস হাতছাড়া করে পুরো ম্যাচটাই হেরে বসেছে আজাহার আলীর দল। প্রথম ইনিংসে ১০৭ রানের লিড পায় পাকিস্তান। আর দ্বিতীয় ইনিংসে স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস এবং বেন স্টোকসের পেস তাণ্ডবে মাত্র আ৬৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। তাতেই ইংলিশদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৭৭।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জশ বাটলার। শেষ পর্যন্ত বাটলার ৭৫ রানে ইয়াসির শাহর স্বীকার হয়ে ফিরলেও ৮৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্রিস ওকস। মাত্র ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও দলীয় ২২ রানে ওপেনার ররি বার্নসের (১০) উইকেট হারায় ইংলিশরা।
আর দলীয় সংগ্রহ ১০০ পেরুনোর আগে ফিরে যান ডম সিবলি (৩৬) এবং অধিনায়ক জো রুট (৪২)। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বেন স্টোকসও। ইয়াসির শাহর বলে আউট হয়ে ফেরার আগে স্টোকসের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। এরপর অলি পোপ ফেরেন ৭ রান করে। ইংলিশরা তখন যেন কেবল হারের মন্ত্র জপ করছিল। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ১১৭ রান যোগ করে ইংল্যান্ডের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন বাটলার এবং ওকস। শেষ দিকে বাটলার ৭৫ করে ফিরে যান।
টিকতে পারেননি স্টুয়ার্ট ব্রডও। পরে বেসকে নিয়ে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওকস। পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে ৩২৬ রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে খেলতে নেমে পাকিস্তানি পেসারদের দাপটে ইংল্যান্ড গুটিয়ে যায় ২১৯ রানে। দ্বিতীয় ইনিংসে ছন্দে ফেরেন ইংলিশ বোলাররাও। আর সেই সঙ্গে ব্যাট হাতে ব্যর্থ পাকিস্তানি ব্যাটসম্যানরা। তাই তো প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা পাকিস্তান অল আউট মাত্র ১৬৯ রানে। ফলে ২৭৭ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ২০১৪ সালের পর ইংল্যান্ড ৬টি সিরিজে প্রথম টেস্ট হেরে শুরু করেছে। এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়টি স্বস্তি ফেরাবে ইংল্যান্ড শিবিরে।
এক নজরে প্রথম টেস্টের স্কোরকার্ড:
পাকিস্তান প্রথম ইনিংস: ৩২৬/১০ (১০৯.৩ ওভার) (শান মাসুদ ১৫৬, বাবর আজম ৬৯; ব্রড ৩/৫৪, আর্চার ৩/৫৯)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২১৯/১০ (৭০.৩ ওভার) (পোপ ৬২, বাটলার ৩৮; ইয়াসির ৪/৬৬, আব্বাস ২/৩৩)
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৬৯/১০ (৪৬.৪ ওভার) (শফিক ২৯, রিজওয়ান ২৭, ইয়াসির ৩৩; ব্রড ৩/৩৭, স্টোকস ২/১১)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৭৭/৭ (৮২.১ ওভার) (বাটলার ৭৫, ওকস ৮৪*; ইয়াসির ৪/৯৯)
ফলাফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন ক্রিস ওকস। এই অলরাউন্ডার ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৪ রান করে দলকে তো জিতিয়েছেনই সেই সঙ্গে দুই ইনিংসেই দুটি করে মোট চারটি উইকেট নিয়েছেন আর প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ১৯ রান।
আরও পড়ুন: ম্যানচেস্টারে বৃষ্টির দিনে উজ্জ্বল বাবর
পাকিস্তানের লাগাম টেনে ধরেছে ইংল্যান্ড
শান মাসুদের ব্যাটে তিনশ পেরিয়ে পাকিস্তান
ইংল্যান্ড বনাম পাকিস্তান ক্রিস ওকস জশ বাটলার টেস্ট সিরিজ প্রথম টেস্ট