Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠিন পরীক্ষার মুখে রিয়াল-জুভেন্টাস


৭ আগস্ট ২০২০ ২০:০৫

করোনাভাইরাস কালের ইউরোপের জনপ্রিল ফুটবল লিগগুলো শুরু হয়েছিল, আবার শেষও হয়েছে। তাতে ইউরোপের ফুটবল রোমাঞ্চ কমেনি এতটুকুও। লিগগুলোর খেলা শেষ হতেই যে মাঠে গড়িয়েছে উয়েফার লড়াই। উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর লড়াই শেষ হলো গতকাল। আজ শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।

করোনাকালে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ. জুভেন্টাসের মতো দল। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস খেলবে ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওর বিপক্ষে। ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাস স্টেডিয়ামে সিটিজেনদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

বিজ্ঞাপন

সার্জিও আগুয়েরো চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না। তবুও ম্যানসিটিকেই ফেভারিট বলছেন অনেকে। পেপ গার্দিওলার অধিনে সম্প্রতি দুর্দান্ত ফুটবল খেলছেন সিটিজেনরা। ঘরের মাঠে ইংল্যান্ডের ক্লাবটি বরাবরই দুর্দান্ত। তাছাড়া এক গোলে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে রিয়ালের মাঠ থেকে ২-১ গোলে জিতে এসেছে পেপ গার্দিওলার দল।

অর্থাৎ আজ হার এড়াতে পারলেই রিয়াল মাদ্রিদকে বিদায় করে ম্যানচেস্টার সিটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। পরিসংখ্যানও সিটিজেনদের পক্ষে কথা বলছে। এর আগে ইতিহাদে দুবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের ক্লাবটি। দুই ম্যাচের একটিও জিততে পারেনি রিয়াল।

এদিকে, রিয়ালের মতো আজ চাপে থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসও। প্রথম লেগে অলিম্পিক লিওর বিপক্ষে ১-০ গোলে হেরেছে জুভেন্টাস। ফলে পরের রাউন্ডে যেতে হলে দুই গোল করতেই হবে রোনালদোদের। অলিম্পিক লিও গোল পেলে রোনালদোদের কাজটা আরও কঠিন হয়ে পড়বে। অবশ্য খেলাটা জুভেন্টাসের মাঠে হবে বলে রোনালদোরা আত্মবিশ্বাসিই থাকবেন।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে অলিম্পিক লিওকে হারাতে পারেনি জুভেন্টাস। আগের বারের লড়াইটা ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। অন্যদিকে অলিম্পিক লিও চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে নক-আউট পর্বে দশ ম্যাচের সবগুলোই হেরেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন ১ চ্যানেলে। জুভেন্টাস-অলিম্পিক লিওর ম্যাচটি দেখাবে সনি টেন ২।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জুভেন্টাস ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর