Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ কামালের নামে হবে ইয়ুথ ক্রিকেট লিগ


৬ আগস্ট ২০২০ ২১:০৫ | আপডেট: ৬ আগস্ট ২০২০ ২১:৪০

আগামী আসর থেকে ইয়ুথ ক্রিকেট লিগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও আধুনিক ক্রীড়াঙ্গনের রুপকার শহীদ শেখ কামালের নামে মাঠে গড়াবে। নামে পাল্টে প্রতিযোগিতাটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ’। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নাজমুল হাসান বলেন, ‘যার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আধুনিকতার ছোঁয়া পেয়েছে সেই আমাদের সকলের প্রিয় কামাল ভাইয়ের (শেখ কামাল) ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে আমরা ঠিক করেছি এখন থেকে ইয়ুথ ক্রিকেট লিগের নাম হবে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ। প্রতিবছর বিসিবি সারা বাংলাদেশের চারটি জোনে ভাগ করে এই টুর্নামেন্ট আয়োজন করবে।’

বিজ্ঞাপন

এই টুর্নামেন্টের উদ্যোশ্য সম্পর্কেও বলেছেন বিসিবি বস, ‘এখান থেকে প্রতিভাবান ছেলেদের আমরা অনূর্ধ্ব-১৯ টিমের জন্য বাছাই করব। আমাদের আসল লক্ষে হচ্ছে… আপনারা লক্ষ্য করেছেন গত তিন চার বছর ধরে আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি নতুন খেলোয়াড়ের দিকে। ক্রিকেটটা আমাদের দেশে জনপ্রিয় হয়ে গেছে। আগে সব জায়গায় খেলার পরিবেশ ছিল না। এখন যেহেতু সারা বাংলাদেশের সব জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে এবং আগ্রহ-উদ্দীপনা সকলেরই আছে সেজন্য আমরা নতুন নতুন ছেলে বাছাই করার চেষ্টা করছি। যাতে আমাদের পাইপলাইনটাকে শক্তিশালী হয়।’

ভিডিও বার্তায় নাজমুল হাসান বলেন, ‘এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এত বড় সাফল্য পেয়েছি। আমরা এখন এটা ধরে রাখতে চাচ্ছি। আমরা যাতে সামনেও আরো ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় বের করতে পারি সেজন্য ইয়ুথ ক্রিকেটের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি, এজন্যই এই নামকরণ। আমার মনে হয় কামাল ভাই থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এর চেয়ে বড় খুশির খবর উনার জন্য আর কি হতে পারত!’

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অপ্রতিরোধ্য দল ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিশ্বজয়ীদের সংবর্ধনা দেওয়া কথা ছিল। কিন্তু সেটা এখনো হয়নি। বিসিবি সভাপতি বললেন, মহামারী করোনাভাইরাসই আটকে রেখেছে সব।

শুধু প্রধানমন্ত্রীর সংবর্ধনা নয় যুবা বিশ্বজয়ীদের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে বললেন নাজমুল হাসান, ‘ওদের জন্য দুই তিনটা প্রোগ্রাম ছিল। প্রথম যেটা ছিল আমরা সেটা করে দিয়েছি। অল রেডি প্রত্যেককে মাসে এক লাখ টাকা করে পাচ্ছে। অতএব ওই দিক দিয়ে (সংবর্ধনা না পেয়ে) তাদের মন খারাপ করার কোন কারণ নেই। দ্বিতীয় বিষয় ছিল ওদের জন্য আমরা একটা স্পেশাল কোচের আন্ডারে স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা। আমরা এ বিষয়ে ডেডিকেটেড, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কোচদের সাথে কথা বলছি। ক্রিকেটাররাও চাচ্ছে অতএব আমাদের সমস্যা নেই। শুধু তাই না ওদের বিদেশে নিয়ে গিয়ে কোচিং ট্রেনিংয়ের কথাবার্তা ফাইনাল করেছি। কিন্তু সমস্যা হচ্ছে করোনার কারণে সবই বন্ধ। কোথায় প্র্যাকটিস করাবো কোথায় কি ট্রেনিং।’

তিনি আরও বলেন, ‘এটা ওরা বুঝতে পারে এবং আমি নিশ্চিত আমাদের প্রতি মন খারাপ করার কোন কারণ নেই তাদের। ওদের আরো একটা জিনিস দেওয়া হবে, আমরা যাচ্ছি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে দেওয়া হোক। এই জিনিসগুলো সব রেডি করা আছে। যেদিন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে ওদেরকে নিয়ে যেতে পারবো, ট্রফিটাও নিয়ে যেতে পারবো প্রধানমন্ত্রীর কাছে সেদিনই আমরা (ক্রিকেটারদের) চেকগুলো দিয়ে দিতে পারব। সবার নামে একটা করে এফডিআর করব। একটা বড় অংকের এফডিআর করে দেওয়া হবে প্রত্যেকের নামে। সবকিছুই করোনার জন্য আটকে গেছে। কিন্তু কোনটাই বাতিল হয়নি সবগুলো হবে ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, ইয়ুথ ক্রিকেট লিগ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে গঠিত একটি প্রতিযোগিতা। যা কিনা বিসিবির গেম ডেভলপমেন্টের অধিনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির প্রতি রাউন্ডে একটি চার দিনের ম্যাচ ও একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।

ইয়ুথ ক্রিকেট লিগ বিসিবি শেখ কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর