Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরছে চ্যাম্পিয়নস লিগ, এক নজরে শেষ ষোলো-


৬ আগস্ট ২০২০ ১২:৩৩ | আপডেট: ৬ আগস্ট ২০২০ ১২:৩৯

করোনাভাইরাস পরবর্তী সময়ে ফুটবল মাঠে ফিরেছে, আর ইতোমধ্যেই ইউরোপের ঘরোয়া লিগগুলো সমাপ্ত হয়েছে। এবার পালা ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টগুলোর স্থগিত হয়ে যাওয়ার মৌসুমের। মঙ্গলবার (৫ আগস্ট) মাঠে ফিরেছে উয়েফা ইউরোপা লিগ, আর শুক্রবার (৭ আগস্ট) শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

করোনাভাইরাসের থাবায় চ্যাম্পিয়নস লিগ স্থগিত হয়ে যাওয়ার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল চারটি দল। টটেনহাম হটস্পার্সকে হারিয়ে আরবি লেইপঝিগ, ভ্যালেন্সিয়াকে হারিয়ে আটালানটা, গেল মৌসুমের চ্যাম্পিয়নও লিভারপুলকে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে প্যারিস সেইন্ট জার্মেই।

বিজ্ঞাপন

এবার বাকি থাকা চারটি ম্যাচে নির্ধারিত হবে বাকি চার কোয়ার্টার ফাইনালিস্ট। যার মধ্যে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। কেননা প্রথম লেগে চেলসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বেশ শক্ত অবস্থানেই আছে বাভারিয়ানরা। তবে বাকি তিনটি ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে আরও তিন কোয়ার্টার ফাইনালিস্টকে।

ইউরোপিয়ান তিন ঘরোয়া লিগের তিন চ্যাম্পিয়ন দল এই রাউন্ডে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে নামবে। জার্মান বুন্দেস লিগার শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখ। টানা ৯ম বারের মতো ইতালিয়ান সিরি আ’র চ্যাম্পিয়ন জুভেন্টাস। করোনাভাইরাস বিরতির আগে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে শিরোপা জয়।

শেষ ষোলোর লড়াইয়ের একাংশ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে। আর তার মধ্যেই নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালিস্ট। দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালিস্টদের রাস্তা যেভাবে পরিস্কার হয়েছে-

বিজ্ঞাপন

অ্যাটলেটিকো মাদ্রিদ-লিভারপুল: গেল মৌসুমের ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সম্মাননা জিতেছিল লিভারপুল। আর পরের মৌসুমে তাই তাদের লক্ষ্য ছিল প্রিমিয়ার লিগ জিতে ৩০ বছরের আক্ষেপ ঘুচানো। প্রিমিয়ার লিগের আক্ষেপ ঘুচাতে পারলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পূর্বেই অল রেডরা বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই। এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটিয়ানোতে রাউন্ড অব ১৬’র প্রথম লেগে আতিথ্য নেয় লিভারপুল। আর ঘরের মাঠে ডিয়েগো সিমিওনের শিষ্যরা সাউল নিগুয়েজের একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে।

এরপর নাটকীয়তায় ভরা দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে নির্ধারিত ৯ম মিনিট ২-১ ব্যবধানে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ে দুই গোল করে লিভারপুলকে কোয়ার্টারের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় অ্যাটলেটি। কোয়ার্টারে অ্যাটলেটিকোর লড়াই টটেনহামকে হারানো আরবি লেইপঝিগ। শুক্রবার (১৪ আগস্ট) কোয়ার্টার ফাইনালে লড়বে দুই দল।

পিএসজি-বুরুশিয়া ডর্টমুন্ড: নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে, মাউরো ইকার্দি আর অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে গড়া আক্রমণভাগ সিগ্ন্যাল ইদুনা পার্কে ২-১ গোলের ব্যবধানে হেরে আসে পিএসজি। এর্লিং হলান্ডের জোড়া গোলে শেষ হাসি হাসে বুরুশিয়া। তবে পিএসজির সামনে ছিল ঘরের মাঠের দ্বিতীয় লেগ জিতে কোয়ার্টার নিশ্চিতের সম্ভবনা।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস প্যারিসে নেইমার জুনিয়র, ডি মারিয়াদের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ২-০ গোলের জয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পিএসজি। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষে ইতালিতে রূপকথার জন্ম দেওয়া আটালান্টা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) লড়বে পিএসজি আর আটালান্টা।

আটালান্টা-ভ্যালেন্সিয়া: ইতালিতে রুপকথা গড়ছে আটালান্টা। বাস্তবিক পক্ষে তারা যেন হার মানিয়েছে রূপকথাকেও। আর চ্যাম্পিয়নস লিগে প্রথমবার খেলতে এসেই বিস্ময়ের জন্ম দিয়েছে আটালান্টা। অভিজ্ঞ ভ্যালেন্সিয়াকে নিজেদের ঘরের মাঠে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে আর ফিরতি লেগে ভ্যালেন্সিয়ার মাঠে দুর্দান্ত এক ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৮-৪ গোলের ব্যবধানে জিতে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে বৃহস্পতিবার (১৩ আগস্ট) লড়বে পিএসজি আর আটালান্টা।

আরবি লেইঝিগ-টটেনহাম: দুর্দান্ত এক মৌসুম অতিবাহিত করেছে জার্মান ক্লাব আরবি লেইপঝিগ। জার্মান স্ট্রাইকার টিমো ভার্নারে ভর করে বুন্দেস লিগা দারুণ কাটিয়েছে। আর এখনও লড়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে টটেনহাম হটস্পার্স স্টেডিয়ামে স্পার্সকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল লেইপঝিগ। আর নিজেদের ঘরের মাঠ রেড বুল অ্যারেনায় তো বিধ্বস্তই করেছে স্পার্সকে। দ্বিতীয় লেগে জোসে মোরিনহোর স্পার্সকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লেইপঝিগ। লেইঝিগ আর অ্যাটলেটিকো মাদ্রিদ শুক্রাবার (১৪ আগস্ট) কোয়ার্টার ফাইনালে লড়বে।

যাদের কোয়ার্টারের ভাগ্য এখনও ঝুলে আছে-

জুভেন্টাস-অলিম্পিক লিওঁ: প্রায় ছয় মাস আগে শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিওঁ ঘরের মাঠে জুভেন্টাসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল। ফিরতি লেগে মার্চে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে জুভেদের বিপক্ষে খেলার কথা ছিল দ্বিতীয় লেগ। তবে সেই সময়ে করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছিল ইতালি। তাই তো শেষ পর্যন্ত ২য় লেগ স্থগিত হয়ে যায়। এরপর করোনার থাবায় ফুটবল স্থগিত হয়ে যায় প্রায় তিন মাসের জন্য। এবার আবারও ফিরেছে ইউরোপিয়ান ফুটবল। ২য় লেগে ১-০’তে পিছিয়ে থেকেই কোয়ার্টারের স্বপ্নে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।

এর আগে সিরি আ’র শিরোপা ধরে রাখলেও খুব যে ভালো অবস্থায় জুভেন্টাস আছে, তা নয়। লিগে নিজেদের শেষ আট ম্যাচে জয় মাত্র দুটিতে। হেরেছে চারটিতে। চ্যাম্পিয়ন্স লিগে দলটি খুব করে তাকিয়ে থাকবে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। কোয়ার্টার ফাইনালে যেতে ফিরতি লেগে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে মাওরিসিও সারির দলকে।

ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগে দুই বছরের নিষেধাজ্ঞা থেকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিটি। পেপ গার্দিওলার দলের জন্য এটি ছিল অন্যরকম একটি জয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বাভাবিকভাবে আরও উদ্বুদ্ধ ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল সিটি। আর প্রথম লেগে জয়ের কারণেই ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের মনোবল আরও বেশি দৃঢ় থাকবে সিটিজেনদের। আর সেই সঙ্গে তো মূল্যবান দুটি অ্যাওয়ে গোলও রয়েছে।

এই ম্যাচে গার্দিওলা দলে পাচ্ছেন না আর্জেন্টাইন তারাক স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। হাটুর চোটের কারণে মৌসুমের শেষাংশের পুরোটা সময়ই কাটাতে হচ্ছে মাঠের বাইরে। ওদিকে নিষেদাজ্ঞার কবলে পড়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলা হচ্ছে না রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৩বার শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। আর চ্যাম্পিয়নস লিগের ‘রাজা’রা গত ছয় আসরের মধ্যে চারবারই শিরোপা জিতেছে।

তবে প্রথম লেগে পিছিয়ে থাকলেও জয়ের জন্য লড়াইয়ে নামবে জিনেদিন জিদানের দল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোচ জিনেদিন জিদান কখনোই ফাইনালের আগে বাদ পড়েননি।  প্রথম লেগের হারে পিছিয়ে থাকলেও ফুটবল পুনরায় শুরু হওয়ার পর রিয়াল বদলে গেছে অনেকটা। বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার মুকুট পুনরুদ্ধার করেছে জিনেদিন জিদানের দল; চ্যাম্পিয়ন্স লিগের জন্যও সঞ্চয় করেছে বাড়তি আত্মবিশ্বাস। শনিবার (৮ আগস্ট) রাত একটায় মাঠে গড়াবে হেভিওয়েট এই ম্যাচটি।

বায়ার্ন মিউনিখ-চেলসি: শেষ ষোলোর দ্বিতীয় লেগ বায়ার্ন মিউনিখের জন্য কেবল লোক দেখানো। কেননা ৩-০’তে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। কেননা প্রথম লেগে চেলসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বেশ শক্ত অবস্থানেই আছে বাভারিয়ানরা। কেননা প্রথম  লেগ বায়ার্নের জন্য যেন স্রেফ আনুষ্ঠানিকতা! প্রথম লেগে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে সের্গে জিনাব্রি ও রবার্ট লেভান্ডোফস্কির গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে বাভারিয়ানরা।

আর তাই তো ঘরের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সর্বোচ্চ ২-০ গোলে হারলেও কোয়ার্টারে চলে যাবে বায়ার্ন। তবে দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার লেভান্ডোফস্কির দল গোলশূন্য থাকবে তা অকল্পনীয়। আর টানা ৮ম বুন্দেস লিগা জয়ী দল ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছেই না। এই মৌসুমে এরই মধ্যে লেভান্ডোফস্কির গোল সংখ্যা ৫১টি, ইউরোপের সেরা পাঁচ লিগের ভেতরে তার থেকে বেশি গোল করতে পারেননি কেউই। রোববার (৯ আগস্ট) চেলসিকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ।

বার্সেলোনা-নাপোলি: রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার মুকুট হাতছাড়া হয়েছে বার্সেলোনার। আর তাই তো শিরোপাহীন মৌসুম কাটানো থেকে দলকে রক্ষা করতে কাতালানদের সামনে আছে কেবল চ্যাম্পিয়ন্স লিগ। তবে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ পাঁচ বছর সুখকর কাটেনি বার্সার। পাঁচ মৌসুমে সেমিফাইনালে আর তার আগে থেকেই বিদায় নিতে হচ্ছে লিওনেল মেসির দলকে। অন্যদিকে সিরি আ ভালো কাটেনি নাপোলিরও। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার একমাত্র রাস্তা নাপোলির সামনে চ্যাম্পিয়নস লিগ জয়।

অ্যান্তোনিও গ্রিজমানের করা গোলে নাপোলির মাঠ থেকে কোনো রকমে ১-১ গোলে ড্র করে ফিরেছিল বার্সা। মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় কিকে সেতিয়েনের দল আছে মোটামুটি সুবিধাজনক অবস্থানে। তবে ফিরতি লেগে নিজেদের সেরাটা দিলে বার্সাকে হারানো অসম্ভব নয় বলেই মনে করছেন নাপোলি কোচ গাত্তুসো।

এদিকে ইনজুরি থাবায় জর্জরিত বার্সেলোনা। শঙ্কায় আছে ক্লেমেন্ট লেংলে আর স্যামুয়েল উমতিতি। দুর্বল রক্ষণভাগের কারণে কিছুটা দুঃশ্চিন্তায় বার্সা। তবে দলের সঙ্গে আছে পূর্ণ বিশ্রাম পাওয়া লুইস সুয়ারেজ, লিওনেল মেসি এবং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরা গ্রিজম্যান। দ্বিতীয় লেগে রোববার (৯ আগস্ট) রাত একটায় মাঠে নামবে বার্সেলোনা ও নাপোলি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ মাঠে ফিরছে রাউন্ড অব ১৬ শেষ ষোলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর