Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেতাফেকে হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে ইন্টার


৬ আগস্ট ২০২০ ০৩:৩৭

উয়েফা ইউরোপার শেষ ষোল’র দ্বিতীয় লেগে গেতাফেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল দু’টি করেন রোমেলো লুকাকু এবং ক্রিশ্চিয়ান এরিকসন। নাটকীয়তায় ঘেরা ম্যাচে শেষ হাসি হাসে অ্যান্তোনিও কন্তের দলই।

দু’দলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগ বাতিল হয়ে যায় করোনাভাইরাস মহামারির কারণে। সে সময় ইতালিতে করোনা মহামারি আকার ধারণ করে। আর তাতেই প্রথম লেগের খেলা স্থগিত করতে বাধ্য হয় উয়েফা। পরবর্তীতে নতুন নিয়মে কেবল এক লেগেই খেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় উয়েফা। আর শেষ পর্যন্ত দুই দলের খেলার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয় জার্মানিকে।

বিজ্ঞাপন

 আর সেখানেই বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হয় দুই দল। যেখানে গেতাফের পেনাল্টি মিসের পর এরিকসনের গোলে এবং লুকাকুর প্রথম গোলে ২-০ গোলের জয় পায় ইন্টার। আর তাতেই নিশ্চিত হয়ে যায় কোয়ার্টার। লটারো মার্টিনেজ আর রোমেলো লুকাকুকে নিয়ে গড়া আক্রমণভাগের গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের আধা ঘন্টা পর্যন্ত।

ম্যাচের ৩৩তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির অ্যাসিস্ট থেকে ইন্টারের হয়ে গোলের খাতা খোলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এবারের মৌসুমেই ইন্টারে নাম লেখানো লুকাকু। ইউরোপার কোয়ার্টার নিশ্চিত করেছে লুকাকুর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডও। ইন্টার আর গেতাফের প্রথমার্ধ অবশ্য লুকাকুর গোলে ১-০’তে এগিয়ে থেকেই শেষ হয়। তবে খেলা জমে ওঠে দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ম্যাচে ফেরার সহজ সুযোগ পায় গেতাফে। পেনাল্টি স্পট থেকে বল জালে জড়াতে পারলেই ম্যাচে ফেরার সম্ভবনা তৈরি হত গেতাফের। তবে স্প্যানিশ এই দলের জর্জ মোরিনা স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচে ফেরার সহজ সুযোগ হাতছাড়া হয় গেতাফের। এর ঠিক মিনিট সাতেক পর ইন্টারের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ান এরিকসন। আর তাতেই ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায় ইন্টারের।

বিজ্ঞাপন

উয়েফার নতুন নিয়মে এক লেগে ইন্টার ও গেতাফের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আর এ কারণেই এই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ইন্টার মিলানের। কোয়ার্টার ফাইনালে রেঞ্জার্স এবং বায়ার লেভারকুজেনের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে ১১ আগস্ট খেলতে নামবে ইন্টার। শেষ ষোল’র প্রথম লেগে রেঞ্জার্সকে ১-৩ গোলের ব্যবধানে হারিয়ে অবশ্য এগিয়ে রয়েছে বায়ার লেভারকুজেন।

ইন্টার মিলান ইন্টার মিলান বনাম গেতাফে উয়েফা ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল টপ নিউজ রাউন্ড অব ১৬

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর