Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টার, সেভিয়া; রোমা, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে শুরু ইউরোপা


৫ আগস্ট ২০২০ ১৪:২৭

ইউরোপের ফুটবল লিগগুলো ইতোমধ্যেই শেষ হয়েছে। এবার পালা ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্টের মাঠে ফেরার। উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফিরতে ফিরতে আগস্টের ৭, তবে তার আগেই মাঠে ফিরছে ইউরোপা লিগ। রাউন্ড অব-১৬’এ কোবেনহাভন বনাম ইস্তানবুল বাসাকসেরের আর শাখতার দোনেস্ক এবং ভুলসবুর্গের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ইউরোপা। এরপর রাতে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লাস্কের মধ্যকের দ্বিতীয় লেগ।

বিজ্ঞাপন

মহামারির কারণে স্থগিত হয় যাওয়ার আগে কেবল চারটি দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পেরেছিল। আর ঝুলে ছিল বাকিদের ইউরোপা লিগের ভাগ্য। বুধবার (৫ আগস্ট) শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলবে ১২টি ক্লাব। যার মধ্যে আছে ইন্টার মিলান-গেতাফে এবং সেভিয়া-রোমার প্রথম লেগের ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় এই দলগুলো এই রাউন্ডে এক লেগের ম্যাচ খেলবে। এই পর্বের আটটি ম্যাচের মাঝে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে দলগুলোর হোম গ্রাউন্ডে আর বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে জার্মানিতে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) রাত ১০টা ৫৫ মিনিটে এফসি কোবেনহাভন এর বিপক্ষে মাঠে নামবে ইস্তানবুল বাসাকসেরের আর শাখতার দোনেস্ক ও ভুলসবুর্গের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে থাকা ইউরোপা লিগ। আর বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১টায় মাঠে গড়াবে বাকি চারটি ম্যাচ। ইন্টার মিলান গেতাফে, ম্যানচেস্টার ইউনিয়াটেড-লাস্ক, বায়ার লেভারকুজেন-রেঞ্জার্স এবং সেভিয়া বনাম রোমা। সবক’টি ম্যাচই বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটানোর পরে ইউরোপা লিগ জয়ের দৌড়ে বেশ এগিয়ে আছে ওলে গানার সোলশারের ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলের শেষ দিকে এসে দুর্দান্ত পারফর্ম করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করেছে রেড ডেভিলরা। তবে তার আগে রয়েছে লাস্কের বিরুদ্ধে শেষ ষোলোর দ্বিতীয় লেগ। যদিও প্রথম লেগে অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টারে এক পা দিয়েই রেখেছে পগবারা। ফিরতি লেগে সমীকরণ বদলাতে হলে লাস্ককে অবিশ্বাস্য কিছু করতে হবে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২২ ম্যাচে মাত্র একবার হেরেছে রেড ডেভিলরা। জানুয়ারির দলবদলে ব্রুনো ফার্নান্দেজ এবং অডিওন ইঘালোদের আনার পর থেকেই অবিশ্বাস্য পারফরম্যান্স করছে ইউনাইটেড। আর সেই সঙ্গে পল পগবাও দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে মানিয়ে নিয়ে ছন্দে ফিরেছেন।

কেবল লিগের পারফরম্যান্সই এবার ম্যানচেস্টার ইউনাটেডকে এগিয়ে রাখছে না সেই সঙ্গে ইউরোপা লিগেও দুর্দান্ত পারফর্ম করার কারণেও বিশ্লেষকরা মনে করেছেন ইউরোপা জয়ের বেশ ভালো সুযোগ রয়েছে সোলশায়ারের শিষ্যদের। ২০১৯/২০২০ মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল (২১), সবচেয়ে বেশি শট (১৪৫) এবং সবচেয়ে বেশি অন টার্গেট শটও (৫২) ম্যানচেস্টার ইউনাইটেডের।

 

তবে এক্ষেত্রে ইউনাইটেডের সবচেয়ে বড় বাধা হতে পারে সিরি আ’র রানার আপ ইন্টার মিলান। যদিও তার আগে গেতাফে বাধা পার করতে হবে অ্যান্তোনিও কন্তের দলকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইউরোপা লিগে নেমে এসেছিল ইন্টার। তবে তার আগে বার্সেলোনা এবং বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছিল ইন্টার। শেষ পর্যন্ত যদিও ইউরোপাতেই অবনমন হয়েছিল তাদের।

লটারো মার্টিনেজ, অ্যালিক্সিস সানচেজ, রোমেলো লুকাকুর কাঁধে ভর করে এবার তাই তো ইউরোপা জয়ের স্বপ্ন কন্তের। এবার গেতাফে বাধা ডিঙাতে পারলেই সম্ভবনা থাকবে ইউরোপা জয়ের। ইউরোপা লিগে স্পেন এবং ইংলিশ দলগুলোর রাজত্ব চলছে গত আট বছর ধরে। এই দুই দেশের ক্লাবগুলোর বাইরে আর কেউই ইউরোপার ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পায়নি এই সময়ের মাঝে।

এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার ইউরোপা লিগ জিতেছে সেভিয়া। ২০১৪-১৬ সালের মাঝে উনাই এমেরির অধীনে টানা তিন বার এই শিরোপা জিতেছিল সেভিয়া। শেষ ১৬’তে ইতালিয়ান ক্লাব রোমার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

ইউরোপা লিগ ইউরোপিয়ান ফুটবল উয়েফা উয়েফা ইউরোপা লিগ করোনাভাইরাস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর