বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে নামালো আয়ারল্যান্ড
৫ আগস্ট ২০২০ ০৮:০৮ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ০৮:১০
কাছাকাছি সময়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে হচ্ছে বলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় সারির দলই নামিয়ে দিয়েছিল ইংল্যান্ড। তাতে অসুবিধাও হচ্ছিল না, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে সহজেই আইরিশদের হারিয়েছে ইংলিশরা। কিন্তু সিরিজের তৃতীয় ওয়ানডেতে এসে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ভড়কে দিল আয়ারল্যান্ড। সাউথাম্পটনে ইংল্যান্ডকে কাল ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড।
শুরুটা ভালো না হলেও ইয়ান মর্গানের ঝড়ো সেঞ্চুরিতে ৩২৮ রানের সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। আগের দুই ওয়ানডেতে দুইশ’র আশেপাশে রান তোলা আয়ারল্যান্ড এতো বড় রানটাও তাড়া করবে কে ভেবেছিল! কিন্তু পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নির দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে বিস্ময়কর জয় তুলে নিয়েছেন আইরিশরা।
আন্তর্জাতিক ওয়ানডেতে আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল ৩২৭ রানের, সেটাও এই ইংল্যান্ডের বিপক্ষেই। ২০১১ সালের বিশ্বকাপে সেই রেকর্ড গড়েছিলেন আইরিশরা।
রেকর্ড গড়তে নেমে আয়ারল্যান্ডের শুরুটা হয়েছে দুর্দান্ত। আগের দুই ম্যাচে নিস্প্রভ পল স্টার্লিং শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। অপর ওপেনার গ্যারেথ ডেলানি ১২ রানে ফিরলে তিনে নামেন বালবার্নি। এই দুজনের সঙ্গে পেরে উঠেনি ইংলিশ বোলাররা। জুটির একশ পূর্ণ হয়েছে ৮৮ বলে, দুইশ ১৮৩ বলে। দলীয় ২৬৪ রানে স্টার্লিং যখন রান আউট হয়ে ফিরলেন আয়ারল্যান্ড তখন জয়ের অনেকটা কাছাকাছি। দ্বিতীয় উইকেটে আয়ারল্যান্ডের পক্ষে রেকর্ড ২১৪ রান তোলেন স্টার্লিং-বালবার্নি। আয়ারল্যান্ডের পক্ষে যে কোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি।
রান আউট হয়ে ফেরার আগে ১২৮ বলে ১৪২ রান করেছেন স্টার্লিং। ক্যারিয়ারের নবম সেঞ্চুরির ইনিংসটি ৬ ছক্কা ৯ চারে সাজিয়েছেন আইরিশ তারকা। বালবার্নি ১২ চারে ১১২ বলে ১১৩ রান করে ফিরেছেন। শেষ ৫ ওভারে ৪৪ রান লাগত আয়ারল্যান্ডের। এই কাজটুকু দারুণভাবে সেরেছেন হ্যারি টেক্টটর ও কেভিন ও’ব্রায়ান। ২৬ বলে ২৯ রানে অপরাজিত ছিলেনে টেক্টর। ও’ব্রায়ান ১৫ বলে করেন ২১ রান।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় পঞ্চাশের আগেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। চারে নেমে দলের হাল ধরেন অধিনায়ক মর্গান। টম ব্যান্টন ও ডেভিড হুইলিরা দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ককে। ৮৪ বলে ১৫টি চার ৪টি ছক্কার সাহায্যে ১০৬ রান করে ফেরেন মর্গান। ব্যান্টন ৫০ বলে ৫৮ ও হুইলি ৪২ বলে ৫১ রান করেন। এক বল বাকি থাকতে ৩২৮ রানে সব উইকেট হারায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩২৮/১০, ওভার ৪৯.৫ (১০৬, ব্যান্টন ৫৮, হুইলি ৫১, কারান ৩৮*; ইয়াং ৩/৫৩, লিটল ২/৬২, ক্যাম্পার ২/৬৮)।
আয়ারল্যান্ড: ৩২৯/৩, ওভার ৪৯.৫ (স্টার্লিং ১৪২, বালবার্নি ১১৩, টেক্টর ২৯*, ও’ব্রায়ান ২১*; হুইলি ১/৭০, রশিদ ১/৬১)
ফল: আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী
সিরিজ: ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: পল স্টার্লিং (আয়ারল্যান্ড)
ম্যান অব দা সিরিজ: ডেভিড হুইলি (ইংল্যান্ড)।
আয়ারল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ ২০২০