Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ কামালের জন্মদিনে বিসিবির বিশেষ কর্মসূচি


৪ আগস্ট ২০২০ ২২:২৪ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ২২:৫৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শহীদ শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (৫ আগস্ট) পবিত্র কোরআন শরীফ পাঠ ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামীকাল (০৫ অগাস্ট, বুধবার) কোরান শরীফ পাঠ এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। বেলা ১টা ৩০ মিনিটে বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমী মাঠে খাদ্য বিতরণ কার্যক্রমটি আয়োজন করা হয়েছে।’

১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি।

বিসিবি শেখ কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর