Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরি আ’র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন দিবালা


৪ আগস্ট ২০২০ ২১:১৬

গুঞ্জন ছিল এবারেও ইতালিয়ান সিরি আ’র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন ক্রিস্টিয়ানো রোনালদো, অথবা দুর্দান্ত পারফর্ম করা চিরো ইম্মোবিল। তবে এই দুইজনকে হারিয়ে শেষ পর্যন্ত প্রথমবারের মতো ইতালিয়ান সিরি আ’র সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা।

সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা চিরো ইম্মোবিল নন। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই মৌসুমের রূপকথার জন্ম দেওয়া আটালান্টার পাপু গোমেজকেও হার মানিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন পাওলো দিবালা। মৌসুমের শুরুতে এই আর্জেন্টাইন তারকাকেও ক্লাব ছাড়া করতে চেয়েছিল তুরিনের বুড়িরা।

বিজ্ঞাপন

আর ক্লাবের ইচ্ছার বিপরীতেও অনেকটা জোর করেই জুভেন্টাসে থেকে গিয়েছিলেন পাওল দিবালা। আর মৌসুম শেষে তিনিই বনে গেছেন সিরি আ’র ২০১৯/২০২০ মৌসুমের সেরা খেলোয়াড়। এই মৌসুমে সিরি আ’র মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সিরি আ কর্তৃপক্ষ মৌসুমের প্রতি পজিশনের সেরাদেরও একটি তালিকা দিয়েছে। তাতে সেরা গোলরক্ষক হয়েছেন এই মৌসুমে সবচেয়ে বেশি সেভ করা শিরোপাজয়ী জুভেন্টাসের ভয়চেক শেজনি। সেরা ডিফেন্ডার হয়েছেন জুভেন্টাসের এক পয়েন্ট পেছনে থেকে লিগ শেষ করা ইন্টারের ডাচ ডিফেন্ডার স্টেফান ডি ভ্রাই। সেরা মিডফিল্ডার আটালান্টার আর্জেন্টাইন পাপু গোমেজ আর সেরা ফরোয়ার্ড হয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটজয়ী ও সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা লাৎজিওর চিরো ইম্মোবিল।

এছাড়া সেরা তরুণ খেলোয়াড়ের তকমা জিতেছেন পারমার মিডফিল্ডার দেজান ক্লুজভস্কি। সর্বোচ্চ গোল কিংবা সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় প্রথম না হয়েও সেরা খেলোয়াড় পাওলো দিবালা। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করে যদিও জুভেদের টানা ৯ম লিগ শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা। আর তাই তো মৌসুম শেষে মিলল যথার্থ সম্মাননা। গোটা মৌসুমে দিবালা ৩৩টি ম্যাচ খেলে ১১ গোল আর ৭টি অ্যাসিস্ট করেছেন।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে এটি দিবালার ৭ম সিরি আ’র মৌসুম। আর ৭ম মৌসুমে এসে প্রথমবারের মতো জিতলেন এই পুরস্কার। রোনালদোর পর জুভেন্টাসের দ্বিতীয় সর্বোচ্চ ১১টি গোল করেছেন তিনি, সঙ্গে আছে ৭ অ্যাসিস্টও। মৌসুমের শুরুতে একাদশে অনিয়মিত ছিলেন দিবালা। তবে বদলি হিসেবে নেমে দারুণ অবদান রাখার পর একাদশে জায়গা পাকা হয় তার। এরপর থেকেই ২৬ বছর বয়সী ছিলেন দারুণ ফর্মে।

টানা ৯ম শিরোপা জয়ী জুভেন্টাসের থেকেই আটবার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছে। এর ভেতর কেবল ২০১৮ সালে শিরোপা না জিতলেও ইন্টার মিলানেরমাউরো ইকার্দি জিতেছিলেন এই পুরস্কার।

ইতালিয়ান সিরি আ জুভেন্টাস পাওলো দিবালা সিরি আ চ্যাম্পিয়ন সিরি আ সেরা খেলোয়াড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর