Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ফুটবলারকে ছাড়তে ‘নারাজ’ কিংস


৪ আগস্ট ২০২০ ১৮:৫১

ঢাকা: বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাকী চার ম্যাচকে সামনে রেখে ৫ আগস্ট (বুধবার) থেকে ক্যাম্পে যোগ দিবেন ফুটবলাররা। করোনা পরীক্ষার মধ্য দিয়ে তিন মেয়াদে ডাক পাওয়া ফুটবলার যোগ দিবেন গাজীপুরের সারাহ রিসোর্টের ক্যাম্পে। তবে তিন ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়া নিয়ে বসুন্ধরা কিংসের আপত্তি আছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

বিবৃতি অনুযায়ী, দু’দিন পর শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে তিন ফুটবলার মতিন মিয়া, আতিকুর রহমান ফাহাদ ও মাসুক মিয়া জনিকে আপাতত যোগ দেয়ায় আপত্তি জানিয়েছে বসুন্ধরা কিংস। ইনজুরিতে থেকে মাত্র পুনর্বাসন করে সেড়ে ওঠা এই তিন ফুটবলার যোগ দিবেন কিংসের ক্যাম্পে। এএফসি কাপকে সামনে রেখে কিংসের ক্যাম্প শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে। আগস্ট ও সেপ্টেম্বর মাসটাই এই তিন ফুটবলার যোগ দিতে পারছেন না জাতীয় দলের ক্যাম্পে।

এছাড়াও ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী বিমান যোগাযোগের নিষেধাজ্ঞার কারণে ক্যাম্পের সঙ্গে যোগ দিবেন দেরিতে। তবে কবে যোগ দিচ্ছেন সেটা এখনও নিশ্চিত নয়। বিমান যোগাযোগে বাধা উঠে গেলেই বাংলাদেশে ফিরবেন এই দুই ফুটবলার।

এ বিষয়ে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলেন, ‘মাত্র ইনজুরি কাটিয়ে সেড়ে উঠেছেন মতিন, ফাহাদ ও জনি। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার ব্যাপারে কিংসের আপত্তি বোধগম্য। তারা আগস্ট আর সেপ্টেম্বর আমাদের সঙ্গে থাকতে পারছে না। এরপরে যোগ দিবে তারা।’

আগামী বুধবার (১৫ আগস্ট), বৃহস্পতিবার ও শুক্রবার এই তিন দিনে তিন মেয়াদে মোট ৩৬ জন ফুটবলার যোগ দিবেন ক্যাম্পে। প্রথম মেয়াদে যোগ দিবেন ১২ জন ফুটবলার।

বিজ্ঞাপন

সবাইকে নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করে যোগ দিতে হবে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) খেলোয়াড়দের করোনা পরীক্ষা করবে। দুই মেয়াদে করোনা পরীক্ষা করেই ক্যাম্পে যোগ দিবেন ফুটবলাররা।

১৬ আগস্ট ইংল্যান্ড থেকে ঢাকায় আসবেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট পল ওয়াটকিচ। ঢাকায় এসেই তারাও এক সপ্তাহের আইসোলেশনে থেকে করোনার পরীক্ষার মধ্য দিয়ে ক্যাম্পে যোগ দিবেন। এই সময়ে যোগ দিবেন দলের ফিজিও ও গোলরক্ষক কোচও। সাময়িক কয়েক মাসের জন্য নিয়োগ পেয়ে ফিটনেস কোচ ও ম্যাচ বিশ্লেষকও যোগ দিবে মধ্য আগস্টে।

দেশের বাইরে থেকে আসবেন দুই ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী।

করোনার পরীক্ষা শেষে সব ফুটবলারই সারা রিসোর্টে প্রাথমিক ক্যাম্প শেষে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্যাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে।

আতিকুর রহমান ফাহাদ ইনজুরি এএফসি কাপ জাতীয় দলের ক্যাম্পে বসুন্ধরা কিংস বিশ্বকাপ বাছাইপর্ব মতিন মিয়া মাসুক মিয়া জনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর