Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে বাংলাদেশে আসতে বিলম্ব হবে জামাল ও তারিকের


৪ আগস্ট ২০২০ ১৮:৩৭

ঢাকা: বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাকী চার ম্যাচকে সামনে রেখে ৫ আগস্ট (বুধবার) থেকে ক্যাম্পে যোগ দিবেন ফুটবলাররা। করোনা পরীক্ষার মধ্য দিয়ে তিন মেয়াদে ডাক পাওয়া ফুটবলার যোগ দিবেন গাজীপুরের সারাহ রিসোর্টের ক্যাম্পে। তবে দেশের করোনা পরিস্থিতি ও বিমান যোগাযোগে জটিলতা থাকার কারণে দুই প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক কাজী ক্যাম্পে যোগ দিবেন দেরিতে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৪ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিবৃতি অনুযায়ী, ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী বিমান যোগাযোগের নিষেধাজ্ঞার কারণে ক্যাম্পের সঙ্গে যোগ দিবেন দেরিতে। তবে কবে যোগ দিচ্ছেন সেটা এখনও নিশ্চিত নয়। বিমান যোগাযোগে বাধা উঠে গেলেই বাংলাদেশে ফিরবেন এই দুই ফুটবলার।

এ বিষয়ে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলেন, ‘জামাল ও তারিক দু’জনই তাদের দেশের ভ্রমণ বাধার কারণে দলে যোগ দিতে পারছে না। পরে আগস্টের যে কোন সময়ে বিমান বাধা কেটে গেলেই ঢাকায় আসবে তারা।

আগামী বুধবার (১৫ আগস্ট), বৃহস্পতিবার ও শুক্রবার এই তিন দিনে তিন মেয়াদে মোট ৩৬ জন ফুটবলার যোগ দিবেন ক্যাম্পে। প্রথম মেয়াদে যোগ দিবেন ১২ জন ফুটবলার।

সবাইকে নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করে যোগ দিতে হবে। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) খেলোয়াড়দের করোনা পরীক্ষা করবে। দুই মেয়াদে করোনা পরীক্ষা করেই ক্যাম্পে যোগ দিবেন ফুটবলাররা।

১৬ আগস্ট ইংল্যান্ড থেকে ঢাকায় আসবেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট পল ওয়াটকিচ। ঢাকায় এসেই তারাও এক সপ্তাহের আইসোলেশনে থেকে করোনার পরীক্ষার মধ্য দিয়ে ক্যাম্পে যোগ দিবেন। এই সময়ে যোগ দিবেন দলের ফিজিও ও গোলরক্ষক কোচও। সাময়িক কয়েক মাসের জন্য নিয়োগ পেয়ে ফিটনেস কোচ ও ম্যাচ বিশ্লেষকও যোগ দিবে মধ্য আগস্টে।

দেশের বাইরে থেকে আসবেন দুই ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী।

করোনার পরীক্ষা শেষে সব ফুটবলারই সারা রিসোর্টে প্রাথমিক ক্যাম্প শেষে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্যাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

জাতীয় দলের ক্যাম্প জামাল ভূঁইয়া তারিক কাজী বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর