নতুন চ্যালেঞ্জ নিতে পিএসজিতে যেতে চেয়েছিলেন রোনালদো
৪ আগস্ট ২০২০ ১৬:৫৪ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ১৬:৫৮
ক্রিস্টিয়ানো রোনালদো সবসময়ই নিজের প্রিয় জায়গা ছেড়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতেই যেন পছন্দ করেন। এই তো ম্যানচেস্টার ইউনাইটেডে স্বপ্নের সময় কাটাচ্ছিলেন, এরপর যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জিতে পাড়ি জমালেন জুভেন্টাসে। এবারে গুঞ্জন শোনা যাচ্ছে ইতালিতে টানা দু’বার সিরি আ জয়ের পর নাকি ২০২০/২০২১ মৌসুমে পাড়ি জমাতে চেয়েছিলেন পিএসজিতে।
ফ্রান্স ফুটবল জানিয়েছে করোনাভাইরাস মহামারি সৃষ্টির আগে লিগ ওয়ানেও যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মহামারি রোনালদোর সব চিন্তা বদলে দিয়েছে। ফরাসি সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, নেইমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে খেলার জন্য মনঃস্থির করেছিলেন রোনালদো। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে যোগাযোগও হয়েছে তার। সে সময়ই যদি ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি আগ্রহ প্রকাশ করতেন তাহলেই নতুন মৌসুমে প্যারিসে দেখা যেতে পারতো রোনালদোকে। কিন্তু কিছুটা দেরি করেন খেলাইফি। আর এরপর করোনাভাইরাসের কারণে পাল্টে যায় পরিস্থিতি।
ফ্রান্স ফুটবল আরও বলেন, জুভেন্টাসে যোগ দেওয়ার পর কিছুদিনের পরেই অখুশি হয়ে পড়েন রোনালদো। এমনকি নিজের মনে কখনোই তুরিনে ছিলেন না পর্তুগিজ তারকা! জুভেন্টাস বড় ক্লাব হলেও রোনালদোকে খুশি রাখার সক্ষমতা জুভেদের ছিল না বলেই প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।
রোনালদোর ক্লাব বদলে ফেলার এমন সিদ্ধান্তের পেছনে ফ্রান্স ফুটবল দায়ী করেছে জুভেদেরকেই। গেল বছরের ২২ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লোকোমটিভ মস্কোকে হারিয়ে তুরিনে ফেরা রোনালদোদের কোনো প্রকার অভ্যর্থনা না দেওয়ার কারণেই চটে যান তিনি। সবকিছুই এতটাই নীরব ছিল যেন ম্যাচ হেরে ফিরেছে রোনালদোরা। আর এই ব্যাপারটাই বিষিয়ে তোলে পাঁচ বারের ব্যালন ডি অর জয়ীর মন। আর সে সময়েই জুভেন্টাস ছাড়ার পরিকল্পনা করেন রোনালদো।
লোকোমোটিভের বিরুদ্ধে ম্যাচে জুভে জয় লাভ করলেও গোল কিংবা অ্যাসিস্ট করে দলের জয়ে ভূমিকা রাখতে পারেননি রোনালদো। তবে রিয়াল মাদ্রিদে থাকতে দলের পারফরম্যান্সের কারণেও তার উচ্ছ্বসিত প্রশংসায় মাততো সমর্থকরা। আর তখনই সাবেক লস ব্ল্যাঙ্কোস তারকা বুঝতে পারেন তুরিন আর যাই হোক, মাদ্রিদের মতো নয়। তুরিনে মাদ্রিদের মতো গ্রহণযোগ্যতাও তার নেই। এরপরই পিএসজির সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। তবে করোনাভাইরাসের কারণে লকডাউন শেষে আর্থিক দিক দিয়ে প্রায় সব ক্লাবই ক্ষতির মুখ দেখায় শেষ পর্যন্ত তুরিনেই থাকতে হচ্ছে রোনালদোকে।
বয়স ৩৫ ছুঁয়েছে! তবে তাতে কি? এখনও দিব্যি বিশ্ব সেরা ফুটবলের ন্যয় পারফরম্যান্স করে যাচ্ছে তিনি। এই তো ক’দিন আগেই রেকর্ড গড়েছেন, একমাত্র খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ তিন লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ’তে কমপক্ষে ৫০ গোল দেওয়ার অবিশ্বাস্য কীর্তি। বনে গেছেন ফুটবল ইতিহাসের ৫ম সর্বোচ্চ গোলদাতাও। এই কীর্তি গড়তে ক্রিস্টিয়ানো রোনালদো ছুঁয়েছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে।
সর্বোচ্চ গোলদাতাদের তালিকা (অফিসিয়াল ম্যাচ)
বিকন- ৮০৫ গোল (১৯২৮-১৯৫৫ সাল পর্যন্ত)
রোমারিও- ৭৭২ গোল (১৯৮৫-২০০৯ সাল পর্যন্ত)
পেলে- ৭৬৭ গোল (১৯৫৭-১৯৭৭ সাল পর্যন্ত)
পুসকাস- ৭৪৬ গোল (১৯৪৩-১৯৬৬ সাল পর্যন্ত)
ক্রিস্টিয়ানো রোনালদো- ৭৩৫ গোল (২০০২- বর্তমান)
মুলার- ৭৩৫ গোল (১৯৬৩-১৯৮১ সাল পর্যন্ত)
কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস নতুন চ্যালেঞ্জ পিএসজি পিএসজি যেতে চেয়েছিলেন