Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিচ্ছেন কারস্টেন


৪ আগস্ট ২০২০ ১৪:০৫ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ১৬:১৩

আগামীকাল বুধবার (৫ জুলাই) ক্রিকেটারদের সঙ্গে ভার্চুয়াল সভায় যোগ দেবেন সাবেক কিংবদন্তি প্রোটিয়া ব্যাটসম্যান ও হাথুরুসিংহের বিদায়ের পর টাইগারদের কোচিং স্টাফ নিয়োগে পরামর্শকের দায়িত্ব পালন করা গ্যারি কারস্টেন। সভায় করোনাকালে ক্রিকেটারদের করণীয় নিয়ে পরামর্শ দেবেন গ্যারি।

করোনার কারণে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি হলো দেশের ক্রিকেট স্থবির। মহামারির এই সময়ে টাইগারদের সিংহভাগই ঘরে বসে ফিটনেস অনুশীলন করছেন। কেউ কেউ আবার গেল মাসে বিসিবি’র ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা করোনার কারণে নিজ নিজ দেশেই আটকে আছেন। ক্রিকেটহীন এই সময়টিতে ক্রিকেটারদের সঙ্গে তারা যুক্ত হচ্ছেন ভার্চুয়াল সভায়। ঘরবন্দী সময়ে ক্রিকেটাররা কীভাবে নিজেদের মানসিক ও শারীরিকভাবে ফিট রাখবেন কী করেই-বা স্কিলের দক্ষতা বাড়াবেন, সেই পরামর্শ দিচ্ছেন কোচিং স্টাফ। সেখানে আগামীকাল যোগ দিচ্ছেন গ্যারি কারস্টেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আকরাম জানালেন, ‘হ্যাঁ, আগামীকাল ওর (কারস্টেন) সঙ্গে ক্রিকেটারদের মিটিং আছে। এটাতো কোচদের সঙ্গে হয়। তো আমরা ওকে আমন্ত্রণ জানিয়েছি। প্লেয়াররা যদি ওর কাছ থেকে কোনো আইডিয়া বা পরামর্শ নিতে পারে সেটা তাদের জন্য অনেক বড় একটা সুযোগ। পাঁচ মাস যাবত ক্রিকেট নেই। অনেকে প্রশ্ন করতে পারে। তাই ওর সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। আগামীকালকে ওর সঙ্গে মিটিং।’

বিজ্ঞাপন

আকরাম খান ক্রিকেটারদের সঙ্গে মিটিং গ্যারি কারস্টেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর