Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষটা ভালো হলো না জুভেন্টাসের


২ আগস্ট ২০২০ ১২:৫৪ | আপডেট: ২ আগস্ট ২০২০ ১৩:০৩

কদিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। এদিকে, জুভেন্টাসের ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপা নিশ্চিত হয়েছে অনেক আগেই। সেই কারণেই কিনা লিগের শেষ ম্যাচে গা-ছাড়া ভাব জুভেন্টাস কোচ মাওরিসিও সাররির! ক্রিশ্চিয়ানো রোনালদোসহ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে বিশ্রাম দিয়েছিলেন তিনি। তাতে লিগের শেষটা ভালো হয়নি জুভেন্টাসের। গতকাল ঘরের মাঠে লিগের শেষ ম্যাচে রোমার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে তুরিনের বুড়িরা।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে ঘরের মাঠে জুভেন্টাসের এটা প্রথম হার। প্রতিপক্ষের মাঠে এর আগের ম্যাচটাও হেরেছে জুভেন্টাস। কাল গঞ্জালো হিগুয়েনের গোলে শুরুটা অবশ্য দারুণ হয়েছিল ইতালির শীর্ষ ক্লাবটির।

আদ্রিয়ানো রাবিওটের পাসে টোকা দিয়ে ম্যাচের পঞ্চম মিনিটেই জুভেন্টাসকে গোল এনে দেন আর্জেন্টিনা তারকা। তবে দিনের প্রথম প্রহরে যে পুরো দিনের ধারনা পাওয়া যায় না সেটা প্রমাণ হলো পরে। ২৩ মিনিটে কর্নার কিকে হেড করে রোমাকে সমতায় ফেরান নিকোলা কালিনিচ। বিরতির ঠিক আগে পোনাল্টি পায় রোমা। তাকে থেকে গোল করতে একটুও ভুল করেননি দিয়েগো পেরোত্তি।

পিছিয়ে পড়া জুভেন্টাস বিরতির সপ্তম মিনিটেই আরও এক গোল খেয়ে বসে। ফের গোল করে ব্যবধান ৩-১ করেন ৩২ বছর বয়সী পেরোত্তি। বাকি সময়ে আর গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে রোমা।

শেষ ম্যাচ হারা চ্যাম্পিয়ন জুভেন্টাস লিগ শেষ করল ৮৩ পয়েন্ট নিয়ে। তুরিনের বুড়িরা ৩৮ ম্যাচের মধ্যে জিতেছে ২৬টিতে। হেরেছে ৭ ম্যাচ, ড্র ৫টিতে। এদিকে, দিনের অপর ম্যাচে কাইয়ারিকে ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা ইন্টার মিলান। শেষ ম্যাচে বড় জয় পাওয়া ইন্টার লিগ শেষ করল ৮২ পয়েন্ট নিয়ে।

ইতালিয়ান সিরি আ জুভেন্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর