Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা


১ আগস্ট ২০২০ ১৭:৫১

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই বন্যার আগমন। ক্যালেন্ডারের নিয়মে এর মধ্যেই চলে এসেছে ঈদ। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকারা।

সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

বিজ্ঞাপন

ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজ ও কুরবানি কবুল করুন, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করুন।’

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সকলকে ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

তরুণ তারকা পেসার মোস্তাফিজুর রহিমান লিখেছেন, ‘বিশ্বব্যাপী আমার সকল মুসলিম ভাই-বোনদের জানাই ঈদ মোবারক। মহামান্বিত এই উপলক্ষ্য আমাদের সকলের জীবনে সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক।’

তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, ‘পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা সবাইকে । ঈদ উদযাপন হোক প্রতিটি ঘরে ঘরে আনন্দময়, ঈদ মোবারক সবাইকে ।’

ঈদ-উল-আযহা বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর