Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনে ডাক্তার দেখিয়ে দেশে ফিরেছেন তামিম


১ আগস্ট ২০২০ ১৭:০৫ | আপডেট: ১ আগস্ট ২০২০ ২২:২৯

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ শনিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তামিম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান। তিনি সারাবাংলাকে বলেন, ‘শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে এমিরেট্‌স এয়ারলাইন্সে তামিম দেশে ফিরেছেন। লন্ডনে তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়া যাবে ৬ দিন পর। প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তামিম। কয়েক মাস ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেশে বেশ কিছু পরীক্ষা করিয়েও কোনো সমস্যা খুঁজে পাননি চিকিৎকরা। ফলে লন্ডনে গিয়ে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন তারকা ক্রিকেটার।

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর