ফরাসি লিগ কাপের শিরোপা পিএসজির
১ আগস্ট ২০২০ ০৬:০৭ | আপডেট: ১ আগস্ট ২০২০ ০৮:৩৪
ফরাসি লিগ কাপের শিরোপা জিতেছে পিএসজি। লিওঁর বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূণ্য ড্র হলে শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারন হয়েছে। টাইব্রেকারে ৬-৫ ব্যবধানের জয় পেয়ছে ফ্রান্সের শীর্ষ ক্লাবটি। এ নিয়ে রেকর্ড নয় বার ফরাসি লিগ কাপের শিরোপা জিতল পিএসজি।
কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে মাঠের বাইরে। সেই কারণেই কাল মাঠের ফুটবলে পিএসজিকে ভুগতে হলো কিনা কে জানে! নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূণ্য ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিট যোগ করা হয়। তাতেও গোল পায়নি কোন দল।
নির্ধারিত সময়ের বিরতির আগে গোলের সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি দলটির মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি। দ্বিতীয়ার্ধের অষ্ট মিনিটে নেইমারের দারুণ এক ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়েছেন লিওঁর গোলরক্ষক। নির্ধারিত সময়ের খেলায় আর তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি।
অতিরিক্ত সময়ের শুরুতেই পিএসজির রক্ষণে কাঁপন ধরায় লিওঁ। বের্টান্ড ত্রাওয়ের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত না হলে গোল পেয়েই যেত দলটি। শেষ সময়ে ডি মারিয়া গোলের সুযোগ পেয়েও তা নষ্ট করেছেন।
পরে পেনাল্টি শুট আউটে প্রথম পাঁচ শট থেকে গোল করেন উভয় দলই। পরে ‘সাডেন ডেথ’এ লিওঁর পক্ষে পেনাল্টি মিস করেন বের্টান্ড ত্রাওয়ে। পিএসজির হয়ে পাবলো সারাবিয়া গোল করলে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে।