জাভির করোনামুক্তি
৩০ জুলাই ২০২০ ১৯:১১
করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন স্পেনের সাবেক কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। হাসপাতাল থেকে বাড়ি ফিরে কাজে যোগ দিয়েছেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।
কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের করোনায় আক্রান্ত হবার খবর জানিয়েছিলেন জাভি। সামাজিক যোগাযোগমাধ্যমে করোনামুক্তির খবরও জানালেন তিনি। কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জাভি।
ইন্সটাগ্রামে লিখেছেন, ‘সম্প্রতিক দিনগুলোতে আপনারা (আমার সুস্থতা কামনা করে) যে বার্তাগুলো পাঠিয়েছেন, সেগুলোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের জানাতে চাই যে, আমি সুস্থ হয়ে হয়ে উঠেছি এবং আমার পরিবার ও আল-সাদের কাছে ফিরে এসেছি।’
জাভি গত শনিবারে জানিয়েছিলেন করোনা বাসা বেধেছে শরীরে। তবে শরীরে কঠিন কোন উপসর্গ ছিল না স্প্যানিশ কিংবদন্তির। এক বিবৃতিতে বলেছিলেন, ‘যখন স্বাস্থ্যসেবাদাতারা আমাকে অনুমতি দেবেন, আমি যত দ্রুত সম্ভব আমার প্রতিদিনের রুটিন এবং কাজে ফিরে আসতে মুখিয়ে থাকব।’
বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কাতারের ক্লাব আল-সাদে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাভি। খেলোয়াড় হিসেবে স্পেনের হয়ে দুটি ইউরো, একটি বিশ্বকাপ জিতেছেন কিংবদন্তি এই ফুটবলার। স্প্যানিশ ফুটবলের স্বর্ণালী সময়ের অন্যতম সেরা সৈনিক ছিলেন তিনি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে প্রায় দেড় যুগ ফুটবল খেলে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগাসহ সম্ভাব্য প্রায় সবই জিতেছেন জাভি।