Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা অবসর নিয়ে ভাবাচ্ছে ডেভিড ওয়ার্নারকে


২৯ জুলাই ২০২০ ১৩:০৪

করোনাভাইরাস পুরোপুরি নির্মুল না হলেও মাঠে ফিরেছে খেলাধুলা। এই সময়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট বেশ সফলভাবেই আয়োজন করেছে ইংল্যান্ড। তবে এসেছে নিয়মে আমূল পরিবর্তন। করোনাভাইরাসের প্রকোপ থেকে পরিবারকে রক্ষা করতে তাদের থেকেই আলাদা হয়ে ক্রিকেটারদের থাকতে হচ্ছে জৈব সুরক্ষিত পরিবেশে।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ থেকে সে চিত্রেরই দেখা মেলে। সামনের সিরিজ কিংবা টুর্নামেন্টগুলোতেও বহাল থাকতে পারে এই নিয়ম। আর এই বিষয়টিই মানতে পারছেন না অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

বিজ্ঞাপন

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্নার জানিয়েছেন তিনি এসব নিয়ে বিচলিত। আর পরিবার থেকে এত সময় দূরে থাকার চেয়ে বরং তিনি অবসরের কথা ভাবতে পারেন। স্ত্রী ও তিন মেয়ের কথা ভেবে প্রয়োজনে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই পুনরায় ভাববেন তিনি। ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তিন ফরম্যাটের দুই-একটি থেকে অবসর নেবেন কি-না, সেটাও ভাবছেন ৩৩ বছর বয়সী বাঁ-হাতি এই ব্যাটসম্যান।

ওয়ার্নার বলেন, ‘অবশ্যই আমার তিন মেয়ে ও স্ত্রীর কথা ভাবতে হবে। তাদের প্রতি আমার অনেক দায়িত্ব আছে। আমার খেলোয়াড়ি জীবনের অনেক বড় অংশ তারা। সবসময় নিজের পরিবারের কথা আগে ভাবতে হবে। এমন অনাকাঙ্ক্ষিত সময়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে আমি পরিবারের কথাই ভাবছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন অস্ট্রেলিয়ায় হচ্ছে না। এখানে থাকলে খেলা এবং জেতা সহজ হতো। এখন সেটি পিছিয়ে গেছে। ভারতে যখন এটি হবে, তখন আমাকে নতুন করে ভাবতে হবে।’

বিজ্ঞাপন

ওয়ার্নারেরচলতি বছরের সেপ্টম্বরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ খেলতে আমন্ত্রণ জানাতে চাচ্ছে ইংলিশ ক্রিকেট বোর্ড। আবার একই সময়েই শুরু হতে পারে আইপিএল। আর বছরের একদম শেষ দিকে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে ভারতের।

আবার বদলে যাওয়া নিয়মের কারণে কোনো দেশে ক্রিকেট খেলতে গেলে সেদেশে পুরো দলকেই নির্দিষ্ট সময় থাকতে হবে কোয়ারেনটাইনে। পরিবার থেকে তাই দীর্ঘদিন দূরে থাকতে হবে ক্রিকেটারদের। এমন অবস্থায় নিজের ক্যারিয়ার নিয়ে সবকিছু ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান এই ওপেনার।

ওয়ার্নার বলেন, ‘আমাকে দেখতে হবে আমি নিজে কোন অবস্থায় আছি এবং আমার মেয়েদের স্কুলের কী অবস্থা। আমার সিদ্ধান্তের বড় একটা অংশ ওরা। বিষয়টা এমন না যে কবে খেলা এবং কতদিন ধরে খেলা। আমার জন্য অনেক বড় পারিবারিক সিদ্ধান্ত এটি। অনেক সময়ই দেখা যায়, সফরে গেলে পরিবারের কথা অনেক মনে পড়ে। আর এখন বায়ো-সিকিউর বিষয়টিও রয়েছে, আমরা নিজেদের পরিবার নিয়ে সব জায়গায় যেতে পারব না। এটি হয়তো অদূর ভবিষ্যতে হতে পারে।’

নিজের ক্রিকেটীয় ক্যারিয়ারে সফল ডেভিড ওয়ার্নার, আর এবার নিজের পারিবকারিক জীবনেও সফলতা অর্জন করতে চান এই ব্যাটসম্যান। আর তার জন্য ক্রিকেটকেও দূরে ঠেলে দিতে প্রস্তুত তিনি। হতে পারে তা ক্যারিয়ারের উজ্জ্বল সময়টাকেও দূরে ঠেলে দিয়ে। তার সদ্য দেওয়া সাক্ষাৎকার তো সেদিকেই ইঙ্গিত দেয়।

অবসরের ভাবনা অস্ট্রেলিয়ান ক্রিকেটার করোনাভাইরাস ডেভিড ওয়ার্নার

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর