Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হলো মুশফিক-ইমরুলদের প্রথম ধাপের অনুশীলন


২৮ জুলাই ২০২০ ১৮:৫১

বিসিবি’র ব্যবস্থাপনায় ১৯ জুলাই থেকে শুরু হওয়া ক্রিকেটারদের প্রথম ধাপের ব্যক্তিগত অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল ২৬ জুলাই। ঢাকা ব্যতীত দেশের অপর তিন ভেন্যু; চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় হয়েছেও তাই। শুধুমাত্র ঢাকাস্থ ক্রিকেটারদের জন্য সময়টি দুইদিন বাড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ তাও শেষ হলো।

মঙ্গলবার (২৮ জুলাই) মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের ফিটনেস এবং ব্যাটিং অনুশীলনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো প্রথম পর্বের ব্যক্তিগত অনুশীলনের।

বিজ্ঞাপন

বিসিবি’র সূচি অনুযায়ী ইমরুল কায়েস শেষ দিনের শুরুটা করেছেন জিম সেশনের মধ্য দিয়ে। সকাল সাড়ে দশটায় হোম অব ক্রিকেট মিরপুরে এসে আগে জিমনেসিয়ামে ২৫ মিনিট ফিটনেস অনুশীলনে সেরে পরে মিরপুর শের-ই-বাংলার ইনডোরে এক ঘণ্টা ব্যাটিং করেছেন।

মুশফিকুর রহিম অবশ্য যথারীতি সবার আগেই হাজির হয়েছেন হোম অব ক্রিকেটে। সকাল সাড়ে আটটায় এসেই রানিং নেমে পড়েছেন। ৪৫ মিনিটের রানিং শেষে ঘণ্টা ব্যাপী ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন।

সূচী অনুযায়ী সবার শেষে এসেছেন এনামুল হক বিজয়। দুপুর সোয়া ১২ টায় এসে ৪০ মিনিটের রানিং শেষে তিনিও এক ঘণ্টা ব্যাটিং করেছেন।

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর