ঋতুর সঙ্গে গাঁটছড়া বেধেছেন মেহেদী
২৭ জুলাই ২০২০ ১৬:০৫
বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলে সদ্য পা রাখা তরুণ অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। স্ত্রীর নাম ঋতু। পড়ালেখা করছেন খুলনা সরকারি মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে। দুজনের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল। অতঃপর দুই পরিবারের অভিভাবকেরা মিলে গতকাল পারিবারিকভাবে খুলনায় দুজনের দুই হাত মিলিয়ে দিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) মেহেদি নিজেই সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন।
তিনি জানালেন, ‘গতকাল আমরা বিয়ে করেছি। আমার স্ত্রীর নাম ঋতু। খুলনা সরাকারি মহিলা কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। আমাদের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল। কিন্তু বিয়েটা হয়েছে পারিবারিকভাবে।’
এই দিয়ে করোনাকালে মোট পাঁচ ক্রিকেটার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। জুনের প্রথম সপ্তাহে খবর এলো আবু জায়েদ রাহি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর দিন দুয়েক পর জানা যায় মোসাদ্দেক সৈকত দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। সপ্তাহ ঘুরতেই আর এক তুর্কি তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত গাঁটছড়া বাঁধলেন। এরপর শত শনিবার সাদমান ইসলাম অনিকও গাঁটছড়া বেঁধেছেন।