ব্রড রাজত্বে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২৭ জুলাই ২০২০ ০১:৩১ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ০১:৫৫
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলতি উইজডেন সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ মিলেনি স্টুয়ার্ট ব্রডের। সিরিজের তৃতীয় টেস্টে সেই উপেক্ষিত ব্রডেই দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। ম্যানচেস্টার টেস্টে তৃতীয় দিনের শুরুতে রাজত্ব করেছেন ইংলিশ পেসার। ২২ বল করে মাত্র ১১ রান দিয়ে তুলে নিয়েছেন ক্যারিবিয়ানদের চার উইকেট। দিনের শেষ ভাগেও বল হাতে সফরকারীদের বিপদ বাড়ালেন ব্রড।
দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ড লিড পেয়েছে ৩৯৯। জবাবে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে ক্যারিবিয়ানরা ১০ রান তুলতেই তাদের দুই উইকেট তুলে নিয়েছেন ব্রড। ওপেনার জন ক্যাম্পবলকে জো রুটের ক্যাচ বানানোর পর নাইটওয়াচম্যান কেমার রোচকেও ফেরান ব্রড। প্রথম ইনিংসে ছয় উইকেট পেয়েছিলেন ইংলিশ পেসার। সব মিলিয়ে টেস্টে মোট ৪৯৯ উইকেট হলো তার। অর্থাৎ আর একটা উইকেট হলেই ইতিহাসরে সপ্তম ও ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে পাঁচশ উইকেট হবে ব্রডের।
আগামীকাল ম্যাচের চতুর্থ দিনেই ব্রড মাইলফলকে পৌঁছুতে পারেন কিনা সেটাই দেখার। ম্যানচেস্টারের আবহাওয়া অবশ্য মন খারাপের খবর দিচ্ছে। আবহাওয়া অফিসের খবর, আগামীকাল টেস্টের চতুর্থ দিনের পুরো সময় বৃষ্টির পেটে চলে গেতে পারে।
ব্রড নিশ্চয় সেটা চাইবেন না। তবে ওয়েস্ট ইন্ডিজ চাইবে। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছে দুই দল। অর্থাৎ চলতি ম্যাচটা হারা মানে সিরিজ হার। এদিকে, ৩৯৯ রানের জবাব দিতে নেমে ইতোমধ্যেই ২ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। এখন বাকি ৮ উইকেটে ৩৮৯ রান তুলতে হবে নয়তো পাক্কা দুই দিন ব্যাটিং করতে হবে। দুটিই যে কঠিন সেটা মানতে আপত্তি তুলবেন না কেউই। ফলে ক্যারিবিয়ানদের বৃষ্টি প্রার্থণা করা স্বাভাবিকই।
৬ উইকেটে ১৩৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১৯৭ রানে। তারপর কম সময়ে বেশি রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে চাপে পিষ্ট করতে চেয়েছে ইংল্যান্ড। স্বাগতিকরা পেরেছেও। দুই ওপেনার ররি বার্নস (৯০) ও ডম সিবলি (৫৬) ১১৪ রান তুলতে ৪০ ওভার লাগালেও জো রুট তিনে নেমে মাত্র ৫৬ বলে ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেন। ২ উইকেটে ২২৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।