প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট ভার্দির, গ্লাভস এডারসনের
২৭ জুলাই ২০২০ ০১:১৪ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ০১:১৭
রোববার (২৬ জুলাই) ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৮তম রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে ২০১৯/২০২০ মৌসুমের পর্দা নেমেছে। এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে লিগ শিরোপা জয় করেছে লিভারপুল। অন্যদিকে পুরো মৌসুম জুড়ে গোলের পর গোল করে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন জেমি ভার্দি আর গোল বাঁচিয়ে গোল্ডেন গ্লাভস জিতেছেন এডারসন মোরেয়াস।
একই সময়ে ১০টি ম্যাচ দিয়েই ২০১৯/২০২০ মৌসুমের পর্দা নামে। আর এর মধ্যেই পরবর্তী মৌসুমের তারিখ ঘোষণা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। নতুন এই মৌসুম অর্থাৎ ২০২০/২০২১ মৌসুমের খেলা শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর। যার ফাইনাল রাউন্ডের খেলা হবে আগামী বছরের ২৩ মে। সাধারণত আগস্টে শুরু হয়ে পরের বছরের মে মাসে শেষ হয়ে যায় প্রিমিয়ার লিগের মৌসুম। কিন্তু এবার আগস্টে শুরু হলেও, শেষ হচ্ছে ২৬ জুলাই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঝখানে মার্চ থেকে মে পর্যন্ত স্থগিত হয়ে ছিল ইপিএলের এবারের মৌসুম। অবশেষে মাঠে গড়ায় স্থগিত হয়ে থাকা মৌসুম। আর দেরিতে খেলা মাঠে গড়ানোয় দেরিতেই শেষ হচ্ছে মৌসুম।
সদ্য সমাপ্ত হওয়া মৌসুমের শুরুটা লেস্টার করেছিল দুর্দান্ত। একের পর এক গোল করে দলকে জয়ের আনন্দে ভাসাচ্ছিলেন জেমি ভার্দি। অবশ্য মৌসুম জুড়ে পুরোটা সময়ই লেস্টারের জার্সি গায়ে অসামান্য ছিলেন ভার্দি। আর শেষ পর্যন্ত ধরে রেখেছিলেন নিজের দুর্দান্ত ফর্ম। আর তার ফল স্বরূপ জিতেছিলেন ইপিএলের ২০১৯/২০২০ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার অ্যাওয়ার্ড। এবারের মৌসুমে ভার্দির কাছ থেকে গোল এসেছে মোট ২৩টি।
ইপিএলের সেরা পাঁচ গোলদাতা:
- জেমি ভার্দি- ২৩ গোল
- ড্যানি ইংস- ২২ গোল
- পেইরি এমিরিক অবামেয়ং- ২২ গোল
- রহিম স্টার্লিং- ২০ গোল
- মোহাম্মদ সালাহ ১৯ গোল
জেমি ভার্দির ২৩টি গোলের মধ্যে কেবল চারটি গোলই এসেছে পেনাল্টি থেকে। অন্যদিকে ইংসের ২২ গোলের মধ্যে মাত্র একটি এসেছে পেনাল্টি থেকে, অবামেয়ং পেনাল্টি থেকে করেছেন দুটি গোল। ম্যানচেস্টার সিটির রহিম স্টার্লিংয়ের ২০টি গোলের একটিও আসেনি পেনাল্টি থেকে। আর মোহাম্মদ সালাহ স্পট কিক থেকে করেছেন তিনটি গোল।
২০১৯/২০২০ মৌসুমে গোল্ডেন বুট জিতে জেমি ভার্দি গড়েছেন আরও এক রেকর্ড। প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি বয়স্ক স্ট্রাইকার হিসেবে গোল্ডেন বুট জয়ের রেকর্ড গড়লেন এই ইংলিশ স্ট্রাইকার। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন দিদিয়ের দ্রগবা। চেলসির হয়ে ২০০৯/২০১০ মৌসুমে ৩২ বছর বয়সে ২৯ গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছিলেন। এবারে ৩৩ বছর বয়সে গোল্ডেন বুট জিতে সে রেকর্ড নিজের করে নিলেন জেমি ভার্দি।
সবচেয়ে বেশি বয়সে গোল্ডেন বুট জয়ীদের তালিকা:
- জেমি ভার্দি (২৩ গোল)- ৩৩ বছর বয়স- ২০১৯/২০২০ মৌসুম
- দিদিয়ের দ্রগবা (২৯ গোল)- ৩২ বছর বয়স- ২০০৯/২০১০ মৌসুম
- বার্বাদোভ (২০ গোল)- ৩০ বছর বয়স- ২০১০/২০১১ মৌসুম
- অ্যানেলকা (১৯ গোল) ৩০ বছর বয়স- ২০০৮/২০০৯ মৌসুম
- অবামেয়ং (২২ গোল)- ২৯ বছর বয়স- ২০১৮/২০১৯ মৌসুম।
এদিকে সদ্য সমাপ্ত হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকের খেতাব জিতেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মোরেয়াস। সিটিজেনদের গোল পোস্টের নিচে দাঁড়িয়ে এবারের মৌসুমে এডারসন মোট ১৬টি ক্লিনশিট রেখেছেন। ৩৫টি ম্যাচে সিটিজেনদের হয়ে মাঠে নেমে ৩১টি গোল হজম করেছেন বিপরীতে ৬৮টি সেভ করেছেন তিনি।
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ক্লিনশিট রাখা গোলরক্ষকদের তালিকা:
- এডারসন মোরেয়াস (ম্যান সিটি)- ১৬টি ক্লিনশিট
- নিক পোপ (বার্নলি)- ১৫টি ক্লিনশিট
- ডেভিড ডি গিয়া (ম্যান ইউনাইটেড)- ১৩টি ক্লিনশিট
- ক্যাস্পার স্মাইখেল (লেস্টার সিটি)- ১৩টি ক্লিনশিট
- রুই প্যাট্রিসিও (উলভস)- ১৩টি ক্লিনশিট
এছাড়া এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন সর্বোচ্চ অ্যাসিস্ট দাতার খেতাব জিতেছেন। নামের পাশে ডি ব্রুইনের আছে রেকর্ড ২০টি অ্যাসিস্ট। এই তালিকায় আরও নাম আছে লিভারপুলের ফুলব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড (১৩টি), অ্যান্ড্রিউ রবার্টসন (১২টি), মোহাম্মদ সালাহ (১০টি) এবং টটেনহাম হটস্পার্সের কোরিয়ান ফরোয়ার্ড হিউং মিন সন (১০টি)।
আরও পড়ুন: লেস্টারকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেড
জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত চেলসির
মৌসুমের ইতি আর্সেনালের জয়, স্পার্সের ড্র’তে
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ এডারসন গোল্ডেন গ্লাভস গোল্ডেন বুট জেমি ভার্দি