ব্যক্তিগত অনুশীলনের প্রথম ধাপের সফল সমাপ্তি
২৬ জুলাই ২০২০ ১৫:৪২ | আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৬:১৬
করোনাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ১৯ জুলাই দেশের চার ভেন্যুতে শুরু হয়েছিল ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। এক সপ্তাহের প্রথম ধাপের অনুশীলনের সফল সমাপ্তি হলো আজ রোববার (২৬ জুলাই)।
সফল এই অর্থে, এই এক সপ্তাহে ক্রিকেটাররা বিসিবি’র সূচি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই ব্যক্তিগত অনুশীলন সম্পন্ন করেছেন। দেশব্যাপী করোনাভাইরাসের দাপট অব্যহত থাকা স্বত্বেও ঢাকা ও ঢাকার বাইরে কোনো ক্রিকেটারেরই সংক্রমণের খবর পাওয়া যায়নি। অর্থাৎ অনুশীলন চলাকালীন ক্রিকেটারদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি যে সকল পদক্ষেপ নিয়েছে তা বেশ বিজ্ঞানসম্মত ভাবেই কাজ করেছে।
রোববার (২৬ জুলাই) হোম ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় সপ্তম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ঢাকাস্থ ৪ ক্রিকেটার। এরা হলেন; মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ।
শফিউল ইসলাম নিজ জেলা বগুড়ায় ফিরে গেছেন ফলে সেখানেই তার অনুশীলন করার কথা রয়েছে। আর সূচী অনুযায়ী মেহেদী হাসান রানার এদিন অনুশীলন ছিল না।
সুচি অনুযায়ী অবশ্য মুশফিকুর রহিমেরও আজ অনুশীলন ছিল না। কিন্তু তবুও দেশ সেরা এই ব্যাটসম্যান পূর্ণাঙ্গ অনুশীলনই করেছেন। সকাল সাড়ে আটটায় শের-ই-বাংলায় এসে প্রথমে আধা ঘণ্টার জিম শেষে করেছেন এক ঘন্টা ব্যাটিং। দিনের সমাপ্তি টেনেছেন ১০ মিনিট কিপিং অনুশীলনের মধ্য দিয়ে।
এছাড়া বাকি তিন ক্রিকেটার ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ সূচি অনুযায়ী ব্যাটিং, রানিং ও জিম সেশনে ব্যস্ত সময় কাটিয়েছেন।
এদিকে ঢাকার বাইরের তিন ভেন্যু; চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এর ব্যক্তিগত অনুশীলনের কথা রয়েছে।
অনুশীলন ফেরাবে বিসিবি টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুরে অনুশীলনে মুশফিকুর রহিম