নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুশফিক
২৫ জুলাই ২০২০ ১৫:১৩ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ১৬:৫৭
দিন যত যাচ্ছে ততোই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। করোনাকালে ষষ্ঠ দিনের অনুশীলনে মিরপুর শের-ই-বাংলার ভেন্যু ১৪ বার প্রদক্ষিণ করলেন দেশ সেরা এই ব্যাটসম্যান।
বিসিবি’র ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনের শুরুটা ১৯ জুলাই থেকে করলেও গেল সপ্তাহের প্রায় পুরোটাই তাকে বৃষ্টি বাগড়ায় পড়তে হয়েছে। শ্রাবণের টানা বর্ষণে কখনো ইনডোরে রানিং করতে হয়েছে কখনো বা বৃষ্টির মধ্যেই একাডেমির মাঠে দৌড়েছেন। বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল পরিবেশে শের-ই-বাংলায় রানিং সেরেছেন সত্যি কিন্তু সেদিনের সেশনটা ছিল ২৫ মিনিটের। তাছাড়া রানিং এর দৈর্ঘ্য ছিল প্রতিবারে সাকুল্যে এক থেকে দেড়শো মিটার। একেকটি ল্যাপ শেষ করে তাকে কিছুটা বিশ্রামও নিতে দেখা গেছে।
কিন্তু শনিবার (২৫ জুলাই) নিজের গত এক সপ্তাহের সব রেকর্ড ভেঙে শের-ই-বাংলার পুরো ভেন্যু বিরামহীন ১৪ বার ঘুরলেন মিস্টার ডিপেন্ডেবল!
দিনের শুরুটা করেছেন অবশ্য ব্যাটিং দিয়ে। বিসিবি’র সূচি অনুযায়ী সকাল ন’টায় ব্যাটিং শুরু করেছেন যা থেমেছে সকাল দশটায়।
মুশফিকের রানিং শেষে মোহাম্মদ মিঠুন আধা ঘণ্টা রানিং শেষে এক ঘণ্টা ব্যাটিং করেছেন। ইমরুল অবশ্য আগে ঘণ্টাব্যাপী ব্যাটিং সেরে পরে রানিংয়ে এসেছেন। এরপর তাকে জিমে ফিটনেস অনুশীলনে যেতে দেখা গিয়েছে।
বিসিবি’র সূচি অনুযায়ী দিনের শেষ অনুশীলন করেছেন। মেহেদী হাসান রানা। দুপুর একটা থেকে একটা ৪৫ পর্যন্ত করেছেন রানিং।
অনুশীলনে আসার কথা ছিল অভিজ্ঞ পেসার শফিউল ইসলামেরও। কিন্তু গতকাল তিনি নিজ জেলা বগুড়ায় ফিরে যাওয়ায় হোম অব ক্রিকেটের ভেন্যুতে তাকে দেখা যায়নি। জানা গেছে বিসিবি’র ব্যবস্থাপনায় তিনি বগুড়াতেই অনুশীলন করেছেন।
করোনাকালে ক্রিকেটারদের আগ্রহের প্রেক্ষিতে গত রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের আরো তিন ভেন্যু; চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
প্রথম পর্বের এক সপ্তাহের এই অনুশীলন শেষ হবে আগামীকাল।
অনুশীলন ফেরাবে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকুর রহিম