Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানচেস্টারে শেষ বিকেলে ইংলিশ দাপট


২৫ জুলাই ২০২০ ০২:৫৪

জিতলেই সিরিজ নিশ্চিত, এমন সমীকরণে খেলতে নেমে ম্যানচেস্টার টেস্টের শুরুটা দারুণই হলো স্বাগতিক ইংল্যান্ডের। ৪ উইকেটে ২৫৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড। শেষ বিকেলে ৯১ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত অলে পোপ। তার সঙ্গে ৫৬ রানে দিন শেষ করেছেন জস বাটলার।

শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ডম সিবলিকে সরাসরি বোল্ড করেন কেমার রোচ। তারপর অপর ওপেনার জো বার্নকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করতেই রান আউটে কাটা পড়েন জো রুট (১৭)। ইংল্যান্ডের রান যখন ৯২ তখন কেমার রোচ দুর্দান্ত এক ডেলিভারিতে অসাধারণ ফর্মে থাকা বেন স্টোকসকে (২০) তুলে নিলে মনে হচ্ছিল, প্রথম ইনিংসে হয়তো আবারও বিপদে পড়তে যাচ্ছেন স্বাগতিকরা। পোপ-বাটলার জুটি সেটা হতে দেননি।

বিজ্ঞাপন

দলীয় ১২২ রানের সময় জো বার্নলি ১৪৭ বলে ৪টি চারের সাহায্যে ৫৭ রান করে ফিরলে বাকি গল্পটা বাটলার ও পোপের। ‘হার্ডহিটার’ বাটলার একটু রয়েসয়ে এগুলেও দ্রুত রান তুলতে চেয়েছেন পোপ। প্রথম দুই সেশনে যথাক্রমে ৬৬ ও ৬৫ রান তোলা ইংল্যান্ড তৃতীয় সেশনে ১২৭ রান তুলতে পারল পোপের ব্যাটে ভর করেই।

১৪২ বল খেলে ১১টি চারের সাহায্যে ৯১ রান করে অপরাজিত পোপ। জস বাটলার ১২০ বল খেলে ৫ চার ২ ছয়ে ৫৬ রান করে অপরাজিত। এখন পর্যন্ত পতন হওয়া ইংল্যান্ডের চার উইকেটের দুটিই পেয়েছেন কেমার রোচ। এক উইকেট রোস্টন চেসের, অন্যটি রান আউট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস, ৮৫.৪ ওভারে ২৫৮/৪ (বার্নস ৫৭, সিবলি ০ রুট ১৭, স্টোকস ২০, পোপ ৯১*, বাটলার ৫৬*; রোচ ১৮.৪-২-৫৬-২, গ্যাব্রিয়েল ১৮-৪-৪৭-০, হোল্ডার ২০-৫-৪৫-০, কর্নওয়াল ২১-৪-৭১-০, চেইস ৮-২-২৪-১)।

বিজ্ঞাপন

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর