Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে যাওয়ার গল্প শোনালেন সাকিব


২৪ জুলাই ২০২০ ১৯:২১

সাকিব আল হাসান বরাবরই আলোচিত। দুর্দান্ত পারফরম্যান্স বা একাই ম্যাচ জিতিয়ে যেমন আলোচিত হতেন বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কে জড়িয়েও আলোচিত হয়েছেন। ২০০৯ সালে মাত্র ২১ বছর বয়সে অধিনায়কত্ব পেয়েছিলেন। তারপর নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন ঘনঘনই। তবে সেসব নিয়ে আক্ষেপ নেই সাকিবের। বাংলাদেশের সবেচেয় সফলতম ক্রিকেটারটি মনে করেন, সেই বয়সটা অনেকটা প্রভাবিত করেছে তাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাকিব এখন অনেকটাই পরিণত। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, দুই কণ্যা তার জীবনটাই বদলে দিয়েছে।

বিজ্ঞাপন

সাকিবের বড় মেয়ে আলাইনা হাসান অব্রির বয়স পাঁচ বছর। ছোট মেয়ে ইররাম হাসান পৃথিবীর আলো দেখেছে মাস তিনেক আগে। ছোট মেয়ের পৃথিবীতে আসার সময় হলে গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সাকিব। পরিবারের সঙ্গে এখন পর্যন্ত সেখানেই আছেন। সেখান থেকেই ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। ক্যারিয়ারের সেই সময়গুলো থেকে এই সাকিবের পরিণত হওয়ার গল্প শুনিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের শুরুতে বারবার বিতর্কে জড়ানোর প্রশ্নে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় দুটোই হয়েছে। বিতর্ক কখনো আমাকে তাড়া করেছে, আমি কখনো বিতর্ক ডেকে এনেছি। ক্যারিয়ারের এত শুরুতেই আমি অধিনায়কত্ব পেয়েছিলাম, ওই বয়সে ভুল করাটাই স্বাভাবিক ছিল। যখন ২১ বছর তখন অধিনায়ক হয়েছি। আমি অনেক ভুল করেছি। মানুষ আমার ব্যাপারে ভাবতে গেলে অনেক কিছুই মাথায় আসে। আমি এখন বুঝতে পারি, কিছু ক্ষেত্রে আমার ভুল ছিল। আবার কিছু ক্ষেত্রে আমাকে ভুল বোঝা হয়েছে। কিন্তু আমি সেটা এখন পুরোপুরি বুঝতে পারি। উপমহাদেশে এটা খেলার অংশ।’

গত বছরও বিতর্ক ছড়িয়েছেন সাকিব। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, পরে ক্রিকেটারদের দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কদিন পরই আবার আইসিসি কর্তৃক নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য। আইপিএলে জুয়াড়িদের দেওয়া ম্যাচ পাতানোর প্রস্তাবের কথা সংশ্লিষ্টকে জানাননি সাকিব। তবে দেশসেরা ক্রিকেটার বলেছেন, এখন তিনি অনেকটাই পরিণত।

সাকিব বলেন, ‘আমি অবশ্যই চাইব নিজের ভুলের সংখ্যা কমিয়ে আনতে। আমি এর মাঝে বিয়ে করেছি এখন দুটো বাচ্চা আছে। এখন আমি খেলা ও জীবনটা আরও ভালো বুঝি। বিশ বছরের আমি যেমন ছিলাম, তার তুলনায় অনেক শান্ত বানিয়েছে এ বিষয়গুলো। আমি অনেক বদলে গেছি। আমাকে এখন আর অত ভুল করতে দেখে না মানুষ। আমার দুই কন্যা আমার জীবনটা একদম বদলে দিয়েছে।’

সাকিব আল হাসানরে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী অক্টোবরের ২৮ তারিখে। কিন্তু আগামী মাসেই অনুশীলনে ফেরার চিন্তা করছেন তিনি। জানালেন টানা তিন মাস অনুশীলন করে নিজেকে আবারও আগের জায়গায় নিতে চাইবেন, ‘আগামী মাস থেকেই আমার অনুশীলনে ফেরার কথা। তিন মাস সময় পাব নিজেকে ভালো মতো প্রস্তুত করার জন্য। আমি এত দিন কিছু করিনি। এই তিন মাসই যথেষ্ট, নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ গড়নে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এটাই পরিকল্পনা। আগামী দুই সপ্তাহ মেয়েদের দেখাশোনা করেই কাটবে, পরিবারের সঙ্গে কাটাব। এরপর আমি ক্রিকেটে মনোযোগ দেব।’

বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর