Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোদের অপেক্ষা বাড়াল উদিনেস


২৪ জুলাই ২০২০ ০৩:২৪

২০১২ সালের ৬ মে থেকে ইতালিয়ান সিরি ‘আ’ লিগের চ্যাম্পিয়ন জুভেন্টাস। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) টানা ৩ হাজারতম দিন চ্যাম্পিয়ন থাকার মাইলফলক স্পর্শ করল জুভারা। আজ জিততে পারলে আরেকটা সিরি ‘আ’ শিরোপা নিশ্চিত হতো ক্লাবটির। কিন্তু উপলক্ষটা রাঙাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, পাওলো দিবালারা। উদিনেসের বিপক্ষে আজ ২-১ ব্যবধানে হেরেছে জুভেন্টাস।

সহজ সমীকরণ ছিল জুভেন্টাসের সামনে। উদিনেসকে হারাতে পারলেই সিরি ‘আ’ লিগে টানা ৯ম শিরোপা জয়। সমর্থকরা উল্লাসের প্রস্তুতি নিয়েই রেখেছিলেন। কারণ উদিনেস যে বরাবরই জুভেন্টাসের জন্য পয়া!

বিজ্ঞাপন

দুদলের সর্বশেষ ২০ দেখায় ১৫ বারই জিতেছে জুভেন্টাস। উদিনেস জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে, সর্বশেষ জয় বছর পাঁচেক আগে। তাছাড়া উদিনেসের বিপক্ষে জুভেন্টাস এবার যখন মুখোমুখি হলো তখন ক্লাবটি দুর্দান্ত ফর্মে। করোনাকালে ফুটবলে ফিরে অনেকটা অপ্রতিরোধ্য গতিতে এগুচ্ছিল জুভেন্টাস। কিন্তু কিছুই কাজে লাগল না আজ। উদিনেসের মাঠে যেন খেই হারিয়ে ফেললেন রোনালদোরা!

ম্যাচের অষ্টম মিনিটে পিছিয়ে পড়তে পারত জুভেন্টাস। প্রতিপক্ষরে ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই জড়িয়ে দিতে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। পোস্টে লেগে ফেরে বল। অবশ্য সময় কিছুটা এগুলে ঘুরে দাঁড়াতে চেয়েছে সফরকারীরা। প্রথম কুলিং ব্রেকের আগ মুহূর্তে রোনালদোর জোড়ালো শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে অ্যারন রামসির ক্রস বুক দিয়ে নামিয়ে শট নিয়েছিলেন পাওলো দিবালা। কিন্তু শট লক্ষ্যে ছিল না। অবশেষে জুভেন্টাস গোল পেয়েছে ৪২ মিনিটে।

বিজ্ঞাপন

আদ্রিয়ানো রাবিউটের ক্রস থেকে বল পেয়ে জোড়ালো শটে জাল খুঁজে নেন ডি লিখট। অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি সফরকারী ক্লাবটির। ৫২ মিনিটে দারুণ এক হেডে গোল করে উদিনেসকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান নেস্তোরফস্কি। তারপর বহু চেষ্টা করেও গোল পাচ্ছিল না জুভেন্টাস। মনে হচ্ছিল, ড্র’তেই হয়তো নিষ্পত্তি হতে যাচ্ছে ম্যাচ।

কিন্তু যোগকরা সময়ে দারুণ এক গোলে উদিনেসকে ২-১ তে এগিয়ে নেন সিকে ফোফানা। শেষ পর্যন্ত এই গোলেই ২-১ গোলের অনাকাঙ্খিত হার নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের। এ নিয়ে ৩৫ লিগ ম্যাচ খেলে ২৫টি জয় ৫টিতে হারা জুভেন্টাসের পয়েন্ট হলো ৮০। সমান ম্যাচে দুই নম্বরে থাকা আটলান্টার পয়েন্ট ৭৪। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ইন্টার মিলান।

ইতালিয়ান সিরি আ জুভেন্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর