Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিতলেই শিরোপা নিশ্চিত জুভেন্টাসের


২৩ জুলাই ২০২০ ১২:৪০

উদিনেসের বিপক্ষে আজ জিতলেই ইতিয়ালিয়ান সিরি আ’র শিরোপা নিশ্চিত হয়ে যাবে জুভেন্টাসের। আর শিরোপা জয়ের উদ্দেশ্যেই পাওলো দিবালা-ক্রিস্টিয়ানো রোনালদোরা উদিনেসের আতিথ্য নেবে। এবারের শিরোপা নিশ্চিত হলেই টানা ৯ম বারের মতো সিরি আ’র শিরোপা জিতবে জুভেরা। আর দুই বছরে এটি হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় সিরি আ শিরোপা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় উদিনেসের মাঠে নামবে জুভেন্টাস।

বিজ্ঞাপন

লকডাউন পরবর্তী সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পাওলো দিবালা। পুনরায় সিরি আ মাঠে গড়ানোর পর জুভেন্টাসের খেলা ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই গোল করেছেন রোনালদো। আর এই ৮ ম্যাচে রোনালদোর মোট গোল সংখ্যা ৯টি, সঙ্গে আছে একটি অ্যাসিস্টও। গত ম্যাচে লাৎজিওর বিপক্ষে জোড়া গোলে জুভেদের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন রোনালদো। সিরি আ’র ইতিহাসে সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ৫০ গোলের রেকর্ড। আর সেই সঙ্গে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন। একমাত্র খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা এবং ইতালিয়ান সিরি আ’তে ৫০ কিংবা তারও অধিক গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি।

বিজ্ঞাপন

লকডাউন পরবর্তী সময়ে দুর্দান্ত ফর্মা ছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড পাওলো দিবালাও। লিগ শুরুর পর ৭টি ম্যাচ খেলে ৪ গোলের পাশাপাশি করেছেন ২টি অ্যাসিস্টও। তাই তো অপেক্ষাকৃত কম শক্তিশালী দল উদিনেসের বিপক্ষে জয়ের বিকল্প কিছুই ভাবছে না তুরিনের বুড়িরা। পরিসংখ্যানও অবশ্য কথা বলছে রোনালদো-দিবালাদের পক্ষেই। দুই দলের শেষ ২০ দেখায় ১৫ বারই জয়ের হাসি হেসেছে জুভে। বিপরীতে হার মাত্র দুটিতে।

উদিনেসের বিপক্ষে শেষ বার জুভেরা হেরেছিল পাঁচ বছর আগে ২০১৫ সালে। চলতি মৌসুমে লিগে একবার এবং কোপা ইটালিয়ায় একবার দেখা হয়েছে দু’দলের। আর দুবারই জয় পেয়েছে তুরিনের বুড়িরা। উদিনেসের বিপক্ষে রোনালদো এবং দিবালা উভয়েরই চলতি মৌসুমে আছে জোড়া গোল। তাই তো এই ম্যাচেও গোলের দিকেই তাকিয়ে এই দুই সুপারস্টার।

ইউরোপের সেরা পাঁচ লিগের ভেতর রোনালদোর গোল সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। তার আগে আছে কেবল বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোফস্কি। এই পোলিশ স্ট্রাইকারের গোল সংখ্যা ৩৪। তবে রোনালদোর সামনে লেভান্ডোফস্কিকে স্পর্শ করার বাঁ ছাড়িয়ে যাওয়ার জন্য সামনে রয়েছে চারটি ম্যাচ। রোনালদোর সঙ্গে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে রয়েছেন আরেক সিরি আ’র স্ট্রাইকার কাইরো ইম্মোবিল। তাদের দুজনের গোল সংখ্যাই ৩০।

উদিনেসের বিপক্ষে জয় পেলে সিরি আ’তে রোনালদোদের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৮৩। আর এরপর নিজেদের বাকি থাকা তিন ম্যাচ যদি জুভেরা হারেও অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা আটালান্টা সব ম্যাচ জিতলেও শিরোপা নিশ্চিত জুভেন্টাসের। গাণিতিক হিসাব বলছে আটালান্টা নিজেদের বাকি ম্যাচগুলো জিতলে তাদের সর্বোচ্চ পয়েন্ট সংখ্যা হতে পারে ৮৩। অন্যদিকে এই ম্যাচ জিতলেই জুভেদের পয়েন্ট হবে ৮৩। কিন্তু দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার কারণে লিগ শিরোপা নিশ্চিত হবে জুভেন্টাসেরই।

ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস জুভেন্টাস বনাম উদিনেস