Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচপি দলের ক্যাম্প শ্রীলঙ্কায়ও হতে পারে


২২ জুলাই ২০২০ ২২:৪৭

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের লঙ্কা সফর নিয়ে ভাবছে অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সিরিজটি সামনে রেখে দলের অনুশীলন ক্যাম্প দেশে হতে পারে এমনকি শ্রীলঙ্কায়ও অনুষ্ঠিত হতে পারে বলে জানালেন এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

বুধবার (২২ জুলাই) বিসিবি’তে এইচপি দলের কার্যক্রম নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক ভিডিও বার্তায় দুর্জয় একথা জানান। তিনি এও জানান, দলের প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া তারা শুরু করেছেন। এবং ইতোমধ্যেই আগ্রহীদের সংক্ষিপ্ত একটি তালিকাও প্রস্তুত হয়েছে।

বিজ্ঞাপন

দুর্জয় বলেন, ‘শ্রীলঙ্কা যদি আমরা যাই সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করবো। তার আগেও তো আমাদের একটা প্রিপারেশন দরকার কোথাও যাওয়ার আগে। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে। সেটাও মাথায় আছে। এখানেও হতে পারে শ্রীলঙ্কাতেও হতে পারে। দুই জায়গাতেই হতে পারে। তো সেটাইও আমাদের মাথায় আছে। সেটা নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করব, তারা কীভাবে আয়োজন করতে পারে।’

দিনের সভা নিয়ে এইচপি চেয়ারম্যান বলেন, ‘আজকে মূলত এটি কো-অর্ডিনেশন মিটিং। উদ্দেশ্য হচ্ছে আমাদের এইচপি প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়, এর ভেতরে যে কাজ ছিল যা করতে হবে, হেড কোচ নিয়োগের ব্যাপার আছে। যারা যারা আগ্রহ প্রকাশ করেছে শর্ট লিস্ট আমরা করেছি। যারা যারা আগ্রহ প্রকাশ করেছিল তাদের সঙ্গে আবার যোগাযোগ করে অ্যাভেইলেভিলিটি কারণ অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল করোনা মহমারির আগে। তাদের মন-মানসিকতা বা এখন কেমন, তাদের মনোভাব পরিবর্তিত হয়েছে কিনা সেটা আবার নতুন করে জানতে হবে। তাদের কাছে আবার জানতে চাইবো।’

বিজ্ঞাপন

এইচপি দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল শ্রীলংকায় ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর