আর্সেনালের ক্ষোভ ওয়াটফোর্ডের ওপর দেখাল ম্যান সিটি
২২ জুলাই ২০২০ ০১:১১
ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৭তম রাউন্ডে ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। গাণিতিকভাবে লিগের দ্বিতীয়স্থান নিশ্চিত হওয়ার পর বাকি ম্যাচগুলো নিয়মরক্ষারই ছিল সিটির জন্য। অন্যদিকে আর্সেনালের কাছে হেরে এফএ কাপের সেমি ফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছিল সিটিজেনদের। সেই ম্যাচের পরে ওয়াটফোর্ডের বিপক্ষেই যেন ক্ষোভ ঝাড়লেন পেপ গার্দিওলার দল। ওয়াটফোর্ডের জালে গুনে গুনে চারটি গোল জড়িয়েছে সিটিজেনরা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াটফোর্ডের ভিকারেজ রোড স্টেডিয়ামে ২০১৯/২০ মৌসুমের ৩৭তম ম্যাচ খেলতে নামে সিটি। আর লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পর আর্সেনালের কাছে হেরে এফএ কাপের ফাইনাল থেকেও ছিটকে যাওয়া সিটি তাই লিগের শেষ ম্যাচগুলো নিজেদের করে নেওয়ার পণ করেই নামে। আর আর্সেনালের কাছে সেমিফাইনালের হারের ক্ষোভটাও যেন শোধ করল ওয়াটফোর্ডের জালে বল জড়িয়ে।
সিটিজেনদের হয়ে রহিম স্টার্লিং এদিন জোড়া গোল করেন। এর মধ্যে ছিল পেনাল্টি মিস এবং রিবাউন্ড থেকে আবার গোল। ম্যাচের ৩১ মিনিটে কাইল ওয়াকারের ক্রস থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে যান ইংলিশ স্ট্রাইকার রহিম স্টার্লিং। আর ডি বক্সের ভেতর থেকে বল জালে জড়াতে একদমই ভুল করেননি স্টার্লিং। ম্যাচের আধা ঘণ্টা পার না হতেই সিটিজেনরা এগিয়ে ১-০’তে।
এরপর প্রথম গোলের মিনিট আটেক পরে ওয়াটফোর্ডের ডি বক্সে ঢুকে পড়েন স্টার্লিং, আর সেখানেই তাকে ফাউল করে বসেন হিউজেস। আর এমন ফাউলের পর রেফারি সরাসরি দেখিয়ে দেন স্পট কিকের জায়গাটা। পেনাল্টি নিতে আসেন স্টার্লিংই। স্পট কিক থেকে শট নিলে তা ঠেকিয়ে দেন ওয়াটফোর্ড গোলরক্ষক বেন ফোস্টার। তবে বলটা ঠেকালেও তা গিয়ে আবারও পড়ে স্টার্লিংয়ের সামনেই। দ্বিতীয়বার সুযোগ পেয়ে আর ভুল করেননি স্টার্লিং। সেখান থেকে গোল করে দলকে ২-০’তে এগিয়ে নেন ইংলিশ এই ফরোয়ার্ড।
এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে সিটির হয়ে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন। ম্যাচের ৬৩ মিনিটে স্টার্লিংয়ের নেওয়া শট ফিরিয়ে দেন বেন ফোস্টার, তবে সেই বল গিয়ে পড়ে ঠিক ফোডেনের সামনে। সেখান থেকে সিটিজেনদের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। এর মাত্র তিন মিনিট পরে ডি ব্রুইনের অ্যাসিস্ট থেকে গোলের হালি পূর্ণ করেন এমিরিক লাপোর্তে। আর শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ টপ নিউজ ম্যানচেস্টার সিটি বনাম ওয়াটফোর্ড