চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন তামিম
২১ জুলাই ২০২০ ২২:০৮ | আপডেট: ২২ জুলাই ২০২০ ০১:১৩
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে পরিপাকতন্ত্রের চিকিৎসার জন্য শনিবার লন্ডনের বিমান ধরবেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলপতি।
মঙ্গলবার (২১ জুলাই) তামিম ইকবাল সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন। তামিম জানিয়েছেন, ‘হ্যাঁ, চিকিৎসার জন্য আমি শনিবার লন্ডনে যাচ্ছি।’
জানা গেছে বেশ কয়েকদিন ধরেই পেটের তীব্র ব্যথায় ভুগছিলেন ওয়ানডে দলপতি তামিম ইকবাল। ব্যথা এতটাই তীব্র ছিল যে সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হচ্ছিল দেশ সেরা ব্যাটসম্যঅনের। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও কোভিড-১৯ এর জন্য তার সম্ভব হচ্ছে না। এদিকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড ও সিঙ্গাপুরের কথাও চিন্তা করেছিলেন তামিম। কিন্তু করোনাভাইরাসের কারণে কিছু জায়গায় ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে লন্ডনকে বেছে নিয়েছেন দেশ সেরা এই ওপেনার।