ম্যাচ রেফারি হেমায়েতের মৃত্যুতে বিসিবির শোক
২১ জুলাই ২০২০ ০১:৩৮ | আপডেট: ২১ জুলাই ২০২০ ১০:৪১
সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি হেমায়েত আহমেদ সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২০ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে শোকবার্তা দিয়েছে বিসিবি।
শোকবার্তায় হেমায়েত আহমেদ সিদ্দিকীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মুক্তির প্রার্থণা করা হয়েছে। তিনদিন আগে স্ট্রোক করেছিলেন হেমায়েত সিদ্দিকী। তারপর থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ না ফেরার দশে পাড়ি জমিয়েছেন।
সত্তরের দশকে ভিক্টোরিয়ার হয়ে ঢাকা লিগ মাতিয়েছেন হেমায়েত সিদ্দিকী। ১৯৭৫-৭৬ মৌসুমে ভিক্টোরিয়ার হয়ে ঢাকা লিগের শিরোপা জিতেছেন। খেলা ছাড়ার পর প্রায় দুই দশক ধরে প্রথম শ্রেণী ও লিস্ট ‘এ’ ম্যাচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।