Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরুল-মুশফিকদের সঙ্গে যোগ দিচ্ছেন তাসকিন-রানা


২০ জুলাই ২০২০ ২১:১৬ | আপডেট: ২০ জুলাই ২০২০ ২১:২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় রোববার থেকে হোম অব ক্রিকেট মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। সোমবার থেকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইমরুল কায়েস। মহামারিকালে এই ঢাকাস্থ এই চার ক্রিকেটারের আগ্রহের প্রেক্ষিতেই মূলত স্বাস্থ্যবিধি মেনে শের-ই-বাংলায় অনুশীলনের ব্যবস্থা করেছে টাইগার প্রশাসন। সংখ্যাটি বেড়ে এবার দাঁড়াল ছয়ে। কেননা তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরো দুই ক্রিকেটার; একজন তাসকিন আহমেদ, অপরজন মেহেদি রানা।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) বিসিবি’র পাঠানো অনুশীলনের নতুন সূচিতে তাদের নাম যোগ করা হয়েছে।

সূচি অনুযায়ী মঙ্গলবার থেকেই মেহেদি রানা ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন। আর তাসকিন আহমেদ শুরু করবেন বৃহস্পতিবার থেকে।

ঢাকার বাইরের অপর তিন বিভাগে অবশ্য নতুন কোনো খেলোয়াড় যোগ হয়নি। রোববার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়মে অনুশীলন শুরু করেছেন নাঈম হাসান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ এবং খুলনা শেখ আবু নাসের স্টেডিয়া, মেহেদী হাসানের সঙ্গে অনুশীলন করছেন ও নুরুল হাসান সোহান।

১৯ জুলাই থেকে শুরু হওয়া প্রথম পর্বের এক সপ্তাহের এই অনুশীলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

টপ নিউজ তাসকিন আহমেদ বিসিবি মেহেদি রানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর