Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে এবারের লা লিগার মৌসুম


২০ জুলাই ২০২০ ১৪:০১ | আপডেট: ২০ জুলাই ২০২০ ১৪:১০

রোববার (১৯ জুলাই) রাতের ৩৮তম রাউন্ডের খেলার মধ্য দিয়ে শেষ হলো ২০১৯/২০২০ মৌসুমের লা লিগা। চরম নাটকীয়তায় ভরপুর লা লিগার উত্তেজনা ছড়ায় শেষ রাউন্ড পর্যন্ত। যদিও চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যায় ৩৭তম রাউন্ড শেষেই। সর্বোচ্চ ৮৭ পয়েন্ট নিয়ে গেল মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সর্বোচ্চ ৩৪ বারের মতো শিরোপা জয় এটি রিয়ালের।

বিজ্ঞাপন

এদিকে শিরোপা নির্ধারিত আগে হয়ে গেলেও শেষ ম্যাচ পর্যন্ত গড়ায় রেলিগেশন জোনের লড়াই। শেষ ম্যাচে রিয়ালের মুখোমুখি লেগানেসের সামনে ছিল অবনমন এড়ানোর সম্ভবনা। নতুন চ্যাম্পিয়নদের হারাতে পারলে আরও এক মৌসুম লা লিগায় টিকে রইত লেগানেস। তবে শেষ পর্যন্ত লস ব্ল্যাঙ্কোসদের হারাতে পারেনি তারা। ২-২ গোলের ড্র’তেই থামতে হয়েছে। আর রেলিগেশনও এড়াতে পারেনি তারা।

অন্যদিকে দুই মৌসুম পরে আবারও লা লিগার সিংহাসন পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। শেষবার ২০১৬/১৭ মৌসুমে লা লিগা জিতেছিল রিয়াল। এরপর টানা দুই মৌসুম আবারও শিরোপা নিজেদের দখলে রাখে বার্সা। আর দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নিয়ে দলকে ৩৪তম লিগ শিরোপা জেতান জিনেদিন জিদান।

এক নজরে এবারের লা লিগা মৌসুম-

চ্যাম্পিয়ন
রিয়াল মাদ্রিদ (৩৪ তম শিরোপা)

এটি রিয়াল মাদ্রিদের লিগ রেকর্ড ৩৪তম শিরোপা। আর দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার লিগ শিরোপার সংখ্যা ২৬টি।

রানার-আপ

বার্সেলোনা

লা লিগার ইতিহাসে ২৬তম বারের মতো রানার-আপ হয়ে লিগ শেষ করল বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে যে চারটি দল
রিয়াল মাদ্রিদ (চ্যাম্পিয়ন)
বার্সেলোনা (রানার-আপ)
অ্যাটলেটিকো মাদ্রিদ (৩য়)
সেভিয়া (৪র্থ)

ইউরোপা লিগ

লিগের ৫ম এবং ৬ষ্ঠ দল খেলবে ইউরোপা লিগের আগামী আসর। তবে এর মধ্যে সরাসরি সুযোগ পাবে কবল ৫ম দলটিই। বাকি দলকে বাছাইপর্ব উৎরাতে হবে।
ভিয়ারিয়াল (সরাসরি)
রিয়াল সোসিয়েদাদ (বাছাইপর্ব)

রেলিগেশন

লিগ টেবিলের সবচেয়ে নিচের তিন দলকে দ্বিতীয় বিভাগ ফুটবলে পাঠিয়ে দেওয়া হয়। আর সেখান থেকে প্রথম বিভাগে উঠে আসে তিনটি দল।
এস্পানিওল (২৭ বছর পর রেলিগেশনে)
রিয়াল মায়োর্কা
লেগানেস

বিজ্ঞাপন

সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
১. লিওনেল মেসি (২৫)
২. করিম বেনজেমা (২১)
৩. জেরার্ড মরেনো (১৮)
৪. লুইস সুয়ারেজ (১৬)
৫. রাউল গার্সিয়া (১৫)

*ডিফেন্ডার হিসেবে লা লিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন সার্জিও রামোস (১১)।

সর্বোচ্চ অ্যাসিস্ট দাতাদের তালিকা

১. লিওনেল মেসি (২১টি)

২. মিকেল ওইয়ারজাবাল (১১টি)

৩. সান্তি কাজোরলা (৯টি)

৪. রবার্তো তোরেস (৮টি)

৫. করিম বেনজেমা (৮টি)

পিচিচি ট্রফি
লিওনেল মেসি (২৫ গোল)

জামোরা ট্রফি
থিবো কোর্তোয়া (১৮ ক্লিনশিট)

লা লিগার পয়েন্ট টেবিল: 

চ্যাম্পিয়ন জামোরা ট্রফি থিবো কোর্তোয়া পিচিচি ট্রফি রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর